AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোলিং অ্যাকশনে আবারও অভিযুক্ত উইলিয়ামসন ও ধনঞ্জয়


Ekushey Sangbad

১২:৫৬ পিএম, আগস্ট ২০, ২০১৯
বোলিং অ্যাকশনে আবারও অভিযুক্ত উইলিয়ামসন ও ধনঞ্জয়

একুশে সংবাদ: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ থেকে ১৮ আগস্ট। আর সেই ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই ম্যাচে দুই ইনিংসে ৬২ ওভার বোলিং করে ৬ উইকেট শিকারের মাধ্যমে তাদের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ডানহাতি অফস্পিনার আকিলা ধনঞ্জয়। কিন্তু ম্যাচ শেষে আর জয়ের হাসি ধরে রাখতে পারছেন না ধনঞ্জয় । কারণ গতবছরের পর আবারও সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়েছেন আকিলা। বোলিং থেকে নিষিদ্ধও হয়েছিলেন তিনি সেবার। পরে বোলিং অ্যাকশন শুধরে এরপর ফিরতে হয়েছে মাঠে। কিন্তু আবারও ধরা পড়লেন তিনি। তবে তিনি একা নন, একই অভিযোগে সঙ্গী হিসেবে পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইরিয়ামসনকেও।পুরো ম্যাচের পাঁচদিনে মাত্র ৩ ওভার বোলিং করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।আর তাতেই ধরা পড়ে গেছেন সন্দেহজনক বোলিং অ্যাকশনে। ২০১৪ সালে একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার ধরা পড়লেন আবারও। ফলাফল কী আসে সেটাই এখন দেখার। ম্যাচ অফিসিয়ালদের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আইসিসি দুই দলকে জানিয়েছে এ খবর। আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে আকিলা ও উইলিয়ামসনকে।আর তাই পরীক্ষার ফল আসার আগপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন এই দুই অফস্পিনার। একুশে সংবাদ//জ.ন.ন//২০.০৮.২০১৯
Link copied!