AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্মার্টফোনকে গড়ে তুলুন আরো আকর্ষণীয়


Ekushey Sangbad

১২:৪৫ পিএম, আগস্ট ২০, ২০১৯
স্মার্টফোনকে গড়ে তুলুন আরো আকর্ষণীয়

একুশে সংবাদ: ব্যক্তিগত সবকিছুই আমাদের ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ ঘটায়। তাই মুঠোফোনকেও আমরা ভিন্নভাবে সাজাতে পারি। একবার ভাবুন তো, আপনি যেভাবে সাজছেন, আপনার মুঠোফোনও সেভাবেই সাজছে! দারুণ না? অ্যাকসেসরিজ আপনার প্রিয় মোবাইলে নিজের রুচি অনুযায়ী এমন কিছু অ্যাকসেসরিজ যোগ করুন, যা কারো মনোযোগ এড়াবে না। রিং মুঠোফোনে ব্যবহারের জন্য বাজারে নজরকাড়া নানা ডিজাইনের রিং পাওয়া যায়। আপনি ফোনের কেসের ডিজাইন বা রঙের সঙ্গে মিল রেখে রিং বেছে নিতে পারেন। রিং ব্যবহারের ফলে আপনি মুঠোফোনটি আরো ভালোভাবে ধরে রাখতে পারবেন। ফোন ওয়ালেট হালে ওয়ালেট বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। গতানুগতিক ওয়ালেট বা পার্স না রেখেই আপনার প্রয়োজনীয় সবকিছু আপনি এতে রাখতে পারবেন। ওয়ালেটে আপনার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও ক্রেডিট কার্ড অনায়াসে রাখা সম্ভব। ভয় নেই, আকর্ষণীয় এ ওয়ালেট থেকে কোনোকিছুই পড়ে যাবে না। প্রিন্ট একরঙা কভার বা কেস যদি আপনার ভালো না লাগে, তাহলে মুদ্রিত রংচঙা কভার বা কেস রয়েছে আপনার জন্য। যাঁরা মুঠোফোনের কভার নিয়ে বিরক্ত, তাঁদের জন্য মুদ্রিত কভার হতে পারে দারুণ পছন্দের। ঋতুর বৈচিত্র্যভেদে নানা রঙের কভার পাওয়া যায়। সূর্যমুখী ফুল, ক্যাকটাস বা সৈকত দৃশ্যসংবলিত কভার মনে প্রশান্তি দেবে। একুশে সংবাদ//ন.র.ন//২০.০৮.২০১৯
Link copied!