AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুরে আসুন পতেঙ্গা থেকে


Ekushey Sangbad

০৫:৩২ পিএম, আগস্ট ৯, ২০১৯
ঘুরে আসুন পতেঙ্গা থেকে

একুশে সংবাদ : পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলাের মধ্যে অন্যতম । চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলােমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই । এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তােলার জন্যে বেশ কিছু পরিকল্পণা বাস্তবায়িত হচ্ছে । ৫ কিলােমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তােলার লক্ষ্যে কাজ চলছে । ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে । কর্ণফুলী নদী ও সাগরের মােহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনােরম । বিশেষ করে বিকেল , সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভাল লাগবে । বন্দরের জন্যে অপেক্ষমান সারি সারি ছােট বড় জাহাজ এইখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে । পতেঙ্গায় রয়েছে স্পীডবােটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানাের সুযােগ রয়েছে । সমুদ্র তীরে ঘুরে বেড়ানাের জন্যে আছে সী বাইক ও ঘােড়া । কেনাকাটার জন্যে আছে বার্মিজ মার্কেট । খাওয়া দাওয়ার জন্যে আছে হরেক রকম মজাদার স্ট্রিট ফুড। পতেঙ্গ যাওয়ার উপায় : পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে । চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক , রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায় । ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া , ইউনিক , টিআর ট্রাভেলস , গ্রিন লাইন , হানিফ এন্টারপ্রাইজ , শ্যামলী , সােহাগ , এস , আলম , মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি - নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় । শ্রেণী ভেদে বাসগুলাের প্রতি সীটের ভাড়া ৫০০ টাকা থেকে ১২০০ টাকার পর্যন্ত হয়ে থাকে । ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সােনার বাংলা , সুবর্ন এক্সপ্রেস , তুর্ণা - নিশীথা , মহানগর প্রভাতী / গােধুলী , চট্টগ্রাম মেইলে যাতায়াত করতে পারেন । চট্টগ্রাম থেকে পতেঙ্গা : চটগ্রাম জিরাে পয়েন্ট থেকে পতেঙ্গা ১৪ কিলােমিটার দক্ষিনে অবস্থিত । চট্টগ্রাম শহর নিজস্ব গাড়ি , সিএনজি বা লােকাল বাসে করে পতেঙ্গ যেতে পারবেন । চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে এক ঘন্টার মত । সিএনজি দিয়ে গেলে ভাড়া নিবে ২৫০ - ২৮০ টাকার মত । বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে সী বীচ গামী বাস লােকাল পাওয়া যায় , তার মধ্যে নিউমার্কেট , রেল স্টেশন রােড , বহদ্দারহাট , লালখান বাজার মােড় , জিইসি মােড় এবং চক বাজার মােড় থেকে বাস পাবেন । চট্টগ্রাম রেল স্টেশনের সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে ৬ নং বাস পাবেন । তবে জিজ্ঞেস করে নিবেন সী বীচ পর্যন্ত যাবে কিনা । যদি বাস ফ্রিপাের্ট বা কাঠগড় পর্যন্ত যায় তাহলেও যেতে পারেন । সেখানে থেকে নেমে ইজিবাইকে করে বীচে যেতে পারবেন । খাবেন কোথায় : পতেঙ্গা সী বিচেই স্ট্রিট ফুডের দোকান রয়েছে । সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় । যেমন ভাজাপােড়া , পেয়াজু , কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন । এছাড়া ফুডকাোট গুলােতে ফাস্ট ফুড আইটেম পাবেন খাওয়ার জন্যে । যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন হােটেল জামান - এ । আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন চকবাজারে অবস্থিত মেজবান হাইলে আইয়ুন রেস্তোরায় । এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট পাওয়া যাবে। থাকবেন কোথায় : পতেঙ্গায় থাকার জন্যে তেমন ভাল জায়গা নেই । চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্যে চট্টগ্রাম শহরেই চলে আসে । সৈকতের কাছে ভালাে কোথাও থাকার জন্যে থাকতে পারেন বাটারফ্লাই পার্ক রিসাের্টে । এখানে থাকতে খরচ হবে চার হাজার থেকে সাত হাজার টাকা । এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে CEPZ এলাকায় কোন মাঝারি মানের হােটেলে থাকতে হবে । আর আপনি যদি চট্টগ্রাম চলে আসেন তাহলে এখানে বিভিন্ন মানের অনেক হােটেল পাবেন । আপনার পছন্দমত ও বাজেট অনুযায়ী কোন এক হােটেল একটু যাচাই করে নিশ্চিন্তে । রাত্রিযাপন করতে পারবেন । প্যারামাউন্ট রুম ভাড়া ৮০০ টাকাথেকে ১৮০০ টাকা পর্যন্ত । হােটেল অবকাশ রুম ভাড়া ১২০০ থেকে ২০০০ টাকা । হােটেল লর্ডস ইন , সি এন্ড বি জিইসি | মােড় , প্রতি রুম ভাড়া ২০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত । হােটেল এশিয়ান এসআর রুম ভাড়া ১৫০০ থেকে ৪০০০ টাকা । আগ্রাবাদ অবস্থিত হােটেল ল্যান্ডমার্ক এ রাত্রি যাপন করতে গেলে রুম প্রতি নূন্যতম ২৫০০ টাকা খরচ করতে হবে । আর হােটেল রেডিসন ব্ল - তে থাকতে গেলে এক রাতের জন্য গুনতে হবে ১৮০০০ টাকা । এন.ক.ক //০৯.০৮.১৯
Link copied!