AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে:বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad

১০:৩৮ এএম, জুলাই ২৫, ২০১৯
চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে:বাণিজ্যমন্ত্রী

একুশে সংবাদ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ীরা বরাবরই সরকারকে এ বিষয়ে সহযোগিতা দিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এখন চ্যালেঞ্জ অনেক। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মুক্তবাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান কারিগরি, প্রযুক্তি, তথ্যনির্ভর ব্যবসা বাণিজ্যের সংস্কৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। ই-কমার্সকে প্রাতিষ্ঠানিক করার জন্য নীতি গ্রহণ করা হয়েছে। দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণিত কমপ্রিহেনসিভ ট্রেড পলিসি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবা রপ্তানির সাথে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সকল পরিকল্পনা ও উদ্যোগ সফল করতে দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির ৬ষ্ঠ সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতা বাড়ছে। এ প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে আমাদের দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে। বিশ্ববাণিজ্য প্রসারে বাজার সম্প্রসারণ করতে হবে। অপেক্ষাকৃত কম মূল্যে উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে। তবেই আমরা বিশ্ববাণিজ্যে টিকে থাকতে পারবো এবং এগিয়ে যাবো। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাছান ইসলাম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলাম, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকার সভাপতি নিহাদ কবীর, রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলআমীন, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং অনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীরসহ বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সদস্যবৃন্দ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একুশে সংবাদ // এস.পি.এই // ২৫.০৭.২০১৯
Link copied!