AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির আন্ত:বিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ


Ekushey Sangbad

০৩:৫০ পিএম, জুলাই ২৩, ২০১৯
ইবির আন্ত:বিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

ইবি সংবাদদাতা :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। খেলা শেষে আন্ত:বিভাগ বাস্কেটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। একই দিনে আন্ত:বিভাগ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস খেলায় পুরুষ ক্যাটাগরিতে আইন বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়। মেয়ে ক্যাটাগরিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগকে হারিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ব্যাডমিন্টনে পুরুষ ক্যাটাগরীতে ফিন্যান্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ সংযুক্ত চ্যাম্পিয়ন হয়। মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই বিভাগ) চ্যাম্পিয়ন হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় ও ক্রীড়া কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // এস.নাঈম // ২৩.০৭.২০১৯
Link copied!