AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ


Ekushey Sangbad

০১:২১ পিএম, জুলাই ২৩, ২০১৯
টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ

একুশে সংবাদ: মানুষ দিন দিন ফ্যাশনের দিকে বেশি ঝুকে পড়ছে। নিজেকে একটু ফুটিয়ে তোলার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু মানুষ এত বেশি ফ্যাশন সচেতন হয়ে পড়ছে যে ধর্মীয় বিধি-নিষেধগুলোও তারা ভুলতে বসেছে। এতে করে মানুষ শুধু পরকালেই নয় ইহকালেও নিজেকে ক্ষতিগ্রস্থ করছে। টাখনুর নিচে কাপড় পরার বিষয়টি রাসুল (সা.) নিষেধ করেছেন। হাদিসের মধ্যে রাসুল (সা.) বলেছেন, টাখনুর নিচে যেটা পরবে সেটা হারাম। তবে এটা সবার জন্য নয়। এ নির্দেশনা শুধু পুরুষদের জন্য দেওয়া হয়েছে। নারীদের জন্য টাখনুর নিচে কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছে। রাসুল (সা:) থেকে আছমা (রা:) বর্ণনা করেছেন, ‘আমরা কাপড় কতটুকু পর্যন্ত ছেড়ে দিতে পারি। এক বিঘত পর্যন্ত ছেড়ে দেব কি না। রাসুল (সা.) বললেন যে, এক বিঘত না, তোমরা এক হাত পর্যন্ত ছেড়ে দিতে পার।’ সুতরাং নারীদের জন্য টাখনুর নিচে কাপড় পরা জায়েজ রয়েছে। এটি শুধু পুরুষের জন্য নিষেধ করা হয়েছে। রাসুল (সা:) বলেছেন, তিন দল লোকের দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। তাদের মধ্যে একদল হচ্ছে ওই ব্যক্তিরা যারা তাদের কাপড়কে টাখনুর নিচে ছেড়ে দেয়। অনেকের ধারণা, শুধু নামাজের সময়ই টাখনুর ওপর কাপড় উঠাতে হয়, অন্য সময় টাখনুর নিচেও পরা যায়। এটাও ভুল ধারণা। কারণ রাসুল (সা.) বলেছেন, ইজারের (লুঙ্গি) বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে, সেই অংশ জাহান্নামে যাবে। (বুখারি, হাদিস : ৫৭৮৭) সুতরাং, রাসুল (সা.)-এর পক্ষ থেকে এটি একটি কঠিন নির্দেশনা। তাই সতর্ক থাকতে হবে। এটা পুরুষের জন্য হারাম, তাতে কোনো সন্দেহ নেই। একুশে সংবাদ//ক.ক.ন//২৩.০৭.২০১৯
Link copied!