AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে বন্যায় প্রাণ হারিয়েছে ১৭০, ঘরছাড়া ১ কোটি


Ekushey Sangbad

১১:২২ এএম, জুলাই ২৩, ২০১৯
ভারতে বন্যায় প্রাণ হারিয়েছে ১৭০, ঘরছাড়া ১ কোটি

একুশে সংবাদ : ভারতের বিহার ও আসামের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ । বন্যায় ইতিমধ্যে এই দুই রাজ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ১৭০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার বিহারের মুজাফ্ফরপুরে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে এই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জন। অন্যদিকে আসামে আরও দুজনের মৃত্যু হয়েছে । ফলে আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৬ জন। এছাড়া আসামের বন্যার জেরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ১৬টি গন্ডারসহ মোট ১৮৭টি প্রাণী মারা গেছে । দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,বিহারে ঘরছাড়া প্রায় ৭৬ লক্ষ ৮৫ হাজার এবং আসামে প্রায় ৩০ লক্ষ ৫৫ হাজার। খবরে বলা হয়েছে, নেপাল ও তরাই অঞ্চলে অবিরাম বর্ষণের কারণেই বিহারের বন্যাপরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী লক্ষ্মীশ্বর রাই জানান, ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া একুশে সংবাদ // এস.ই,ফ // ২৩.০৭.২০১৯
Link copied!