AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যালাক্সি ফোল্ড' বাজারে ছাড়তে প্রস্তুত স্যামসাং


Ekushey Sangbad

০৬:৫০ পিএম, জুলাই ২২, ২০১৯
গ্যালাক্সি ফোল্ড' বাজারে ছাড়তে প্রস্তুত স্যামসাং

একুশে সংবাদ: বহু প্রতীক্ষা আর পরীক্ষার পর উত্তীর্ণ হয়েছে স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’। এর আগে ফোনটির উন্মোচনের ঘোষণা এলেও নানা রকম বাধায় পড়তে হয় স্যামসাংকে। ফোনটি উন্মোচনের আগে কিছু রিভিউয়ারের চোখে এর কিছু নেতিবাচক দিক ধরা পড়ে। আর তাই উন্মোচনের সময় পিছিয়ে দেয়া হয়। অনেক বিশ্লেষক মনে করেন একটু বেশি তাড়াহুড়োর কারনেই এমনটা হয়েছে।এরপর ফোনটির সরবরাহ সাময়িক সময়ের জন্য বাতিল করে দিয়ে আবারও ফোনটি নিয়ে কাজ করা শুরু করে স্যামসাং। এরপর তাদের এক কর্মকর্তা থেকে জানা গেছে সমস্যার সমাধান করা হয়েছে। বাজারে ফোনটি ছাড়ার জন্য সব রকমভাবে তারা এখন প্রস্তুত। এর আগে ২৬ এপ্রিল উন্মোচনের দিন বাতিল হলেও এখন ধারণা করা হচ্ছে, সামনের আগস্ট মাসে নোট ১০ উন্মোচন করতে পারে স্যামসাং। আর ঐ দিনই গ্যালাক্সি ফোল্ড বাজারে ছাড়তে পারে স্যামসাং। ফোনটির ফিচারে রয়েছে ৭.৩ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, সেকেন্ডারি হিসেবে রয়েছে ৪.৬ ইঞ্চি স্ক্রিন, যেটি ফোনটির কাভার হিসেবে ব্যবহার হবে। প্রিমিয়াম ক্যাটেগরির ফোনটিতে স্যামসাং ব্যবহার করেছে কোয়ালকমের ৭ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা-কোর এসওসি প্রসেসর। থাকছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। পিছনে ১৬, ১২ এবং ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে। আর সামনে থাকছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।অবশ্য ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। একুশে সংবাদ//ট.শ.ন//২২.০৭.২০১৯
Link copied!