AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্র ও শিক্ষ্যকের মজার গল্প


Ekushey Sangbad

০৪:৩২ পিএম, জুলাই ১৭, ২০১৯
ছাত্র ও শিক্ষ্যকের মজার গল্প

একুশে সংবাদ: ক্লাশের দুষ্টু এক ছাত্র স্যারকে একটা প্রশ্ন করবে বলে দাড়িয়েছে, অতপরঃ যা ঘটলো - ছাত্র: স্যার একটা প্রশ্ন করতে পারি? স্যার: অবশ্যই, ছাত্র: আপনি একটা হাতিকে ফ্রীজ এ ঢুকাবেন কিভাবে? স্যার: আমি জানিনা ছাত্র: এইটাতো খুব সোজা, ফ্রীজ এর দরজা খুলে হাতিকে ফ্রীজে ঢুকিয়ে দিলেই হবে, আরেকটা প্রশ্ন আছে স্যার! স্যার: ঠিক আছে জিজ্ঞেস করো। ছাত্র: ফ্রীজে একটা গাধাকে কিভাবে ঢুকানো যায়? স্যার: এটাতো খুব সোজা, ফ্রীজ খুলে গাধাকে ঢুকিয়ে দিলেই হয়। ছাত্র: না স্যার, প্রথমে ফ্রিজ খুলে হাতিকে বের করে নিয়ে তারপর গাধাকে ঢুকিয়ে দিতে হবে। স্যার: ও হ্যা হ্যা ঠিক। ছাত্র: আমি আরেকটা প্রশ্ন করছি স্যার, যদি সব পশু সিংহের জন্মদিনের পার্টিতে যায় তার মধ্যে একজন নিখোঁজ থাকে সেটা কোনটা! স্যার: অবশ্যই সিংহ নিজে কারণ সে সব প্রাণীকে খেয়ে ফেলবে। ছাত্র: না স্যার, সেটা গাধা কারন গাধাটা এখনো ফ্রীজের ভিতরে রয়েছে। স্যার: তুমি কি আমার সাথে ফাজলেমি করছো? ছাত্র: না স্যার, শেষ প্রশ্ন। স্যার: ঠিক আছে। ছাত্র: একটা কুমিরভর্তি নদী পার হতে আপনি কি করবেন? স্যার: এমনিতে সম্ভব নয়, একটা নৌকা হলে পার হওয়া যেতে পারে। ছাত্র: না স্যার, আপনি খুব সহজে সাঁতার কেটে পার হতে পারবেন কারন কুমিরেরা তো সিংহের জন্মদিনের পার্টিতে! অত:পর স্যার বেহুশ! একুশে সংবাদ//ম.গ.ন//১৭.০৭.২০১৯
Link copied!