AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাধবকুন্ড ঝর্ণা


Ekushey Sangbad

০৬:৫৭ পিএম, জুলাই ১৬, ২০১৯
মাধবকুন্ড ঝর্ণা

একুশে সংবাদ: সৌন্দর্যের লীলাভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত, দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, পাহাড়ী আদিবাসীদের জীবনধারা, হাকালুকি হাওর আর আগর বাগানের মোহময় আকর্ষণ করে দেশ বিদেশের দর্শনার্থীদের। প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম সৃষ্টি মাধবতীর্থ মাধবকুন্ড। মাধবকুন্ড জলপ্রপাতের অবিরাম ধারা পতনের শব্দ সৃষ্টি করছে মায়াময় পরিবেশের। প্রকৃতি যেন বর্ণনার উপাচার নিয়ে সামনে দাঁড়ায়। পর্যটকদের জন্য উৎকৃষ্ট পর্যটন কেন্দ্র মাধবকুন্ড জলপ্রপাত। প্রতিদিন দেশ-বিদেশের ভ্রমনপিপাসু পর্যটকদের মিলনমেলায় পরিণত হয় মাধবকুন্ড জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার উত্তম সময় হলো বর্ষাকাল।এই সময় ঝর্ণা পানিতে পূর্ণ থাকে।পাহাড়ি ছড়ার প্রায় ২শ’ ফুট উপর থেকে যুগ যুগ ধরে গড়িয়ে পড়ছে পানি। এই স্বর্গীয় আমেজে ঘুরে আসতে পারেন মাধবকুণ্ড জলপ্রপাতে। কয়েক যুগ ধরে মাধবকুণ্ড জলপ্রপাতের অঝরধারা প্রবাহমান থাকলেও সত্তরের দশকে দর্শনীয় স্থান হিসেবে এটির পরিচিতি প্রকাশ পায়।বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের গৌড়নগর মৌজায় মাধবকুণ্ড জলপ্রপাতের অবস্থান। মাধবকুন্ড ভ্রমনের সেরা সময় : মাধবকুন্ড যাওয়ার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল।এ সময় ঝর্ণা পানিতে পূর্ণ থাকে । কিভাবে যাবেন : বাসে করে যাওয়া যায়। এর মধ্যে শ্যামলী, রুপসী বাংলা , হানিফ , সোহাগ , এনা , ইউনিক , উল্ল্যেখযোগ্য।ভোর থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এসব বাস পাবেন ।বাসে যেতে সময় লাগবে ৪-৫ ঘন্টা ।নন এসি ৩০০-৩৫০ টাকা আর এসি ৯০০-১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।সরাসরি বাসে আসলে বড়লেখার আগে ‌‍‍‍‍‍‍‍'কাঠালতলী' নামক জায়গায় নামতে হবে। এখান থেকে মাধককুন্ড বেশি দূরে নয় ।তবে আপনাকে মাধবকুন্ড চূড়ার কাছে যেতে হলে এখান অবশ্যই সিএনজি অথবা রিক্সা নিতে হবে ।জনপ্রতি গেলে সিএনজি ভাড়া পড়বে ১৫-২০ টাকা আর আপনি পুরো ভাড়া করলে ১০০ টাকার কাছাকাছি নিবে। কোথায় থাকবেন : এখানে জেলা পরিষদের ২টি বাংলো ও ২টি আবাসিক হোটেল রয়েছে ।তাছাড়া আপনি চাইলে সিলেট কিংবা মৌলভীবাজার শহরেও থাকতে পারেন। কোথায় খাবেন : মাধবকুন্ডে খাওয়ার ব্যবস্থা আছে , মোটামুটি মানের রেষ্টুরেন্ট আছে। দাম একটু বেশি পড়বে।তাই সবচেয়ে বেশি ভাল হবে আপনি বাইেরের থেকে খাবার সাথে করে নিয়ে যান। একুশে সংবাদ//আ.ব.ন//১৬.০৭.২০১৯
Link copied!