AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চামড়াসহ সম্ভাবনাময় শিল্পে কোরিয়ান বিনিয়োগে শিল্পমন্ত্রীর আহ্বান


Ekushey Sangbad

০৪:৫১ পিএম, জুলাই ১০, ২০১৯
চামড়াসহ সম্ভাবনাময় শিল্পে কোরিয়ান বিনিয়োগে শিল্পমন্ত্রীর আহ্বান

একুশে সংবাদ : চামড়াসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ করার জন্য দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ায়ূন। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কোরিয় বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং-ইল বুধবার শিল্পমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এদেশের উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অংশীদারিত্ব উল্লেখ করার মতো। এটি অব্যাহত রেখে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে। শিল্পসচিব মোঃ আবদুল হালিম, যুগ্মসচিব ইয়াসমিন সুলতানাসহ কোরিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশের শিল্পখাতে কোরিয়ার বিনিয়োগ, শিল্পপ্রযুক্তি স্থানান্তর, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পায়নের প্রশংসা করেন। তিনি বলেন, এক সময় দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম থাকলেও শিল্পায়ন, উদ্ভাবন এবং পরিশ্রমের মাধ্যমে দেশটির অর্থনীতি বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশের পরিশ্রমী জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে এ দেশ অল্প সময়ের ব্যবধানে অর্থনৈতিক স্বাবলম্বিতার কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশের উদীয়মান শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। তিনি কোরিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ১০.০৭.২০১৯
Link copied!