AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ


Ekushey Sangbad

০৪:২৮ পিএম, জুন ১৬, ২০১৯
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ

একুশে সংবাদ : ২০০৮ সালে তৈরি এই ল্যাপটপ। মাত্র ১০.২ ইঞ্চির ছোট্ট এই ল্যাপটপটি স্যামসাংয়ের তৈরি। এই ল্যাপটপের মডেল হলো- স্যামসাং এনসি১০-১৪ জিবি । স্যামসাং-এর এই ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক থ্রি)। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটিই হলো বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক’ ল্যাপটপ! বিশেষজ্ঞরা বলছেন, এই ল্যাপটপে রয়েছে বিশ্বের ভয়ঙ্করতম ILOVEYOU, MyDoom, SoBig, WannaCry, Dark Tequila, এবং BlackEnergy — এই ৬টি ম্যালওয়্যার বা ভাইরাস। বিশ্বের প্রায় ৭০ লাখ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই ম্যালওয়্যার বা ভাইরাসগুলোর জন্য। ২০১৫ সালে ইউক্রেন যে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়, তার জন্য দায়ি এই ৬টি ম্যালওয়্যারের একটি। WannaCry ম্যালওয়্যার হামলায় ব্রিটেনের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এমনই আরও অনেক বড় বড় ভয়ঙ্কর সাইবার বিপর্যয়ের জন্য দায়ি এই ৬টি ম্যালওয়্যার বা ভাইরাস। আর Samsung NC10-14GB ল্যাপটপেই এই রয়েছে ৬টি ভয়ঙ্কর ম্যালওয়্যার বা ভাইরাস। তাই এটিকে বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক’ ল্যাপটপ হিসেবেই ব্যাখ্যা করছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা! এই ল্যাপটপটি তোলা হয়েছে অনলাইন নিলামে। আর সেখানে এটির দর প্রায় ৮.৫ কোটি টাকা (১.২ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে। একুশে সংবাদ //ই.ক.ন // ১৬.০৬.২০১৯
Link copied!