AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়


Ekushey Sangbad

১২:১৩ পিএম, জুন ১৫, ২০১৯
মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

একুশে সংবাদ : বর্ষা ঋতুতে বাইরের অবিরাম বৃষ্টিতে গরম থেকে রেহাই পেলেও অন্য একটি সমস্যা বেড়ে যায় এই সময়ে। আর তা হলো মশা। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই এই সমস্যাটি ভোগ করতে হয়। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি এটি রোগজীবাণু সংক্রামণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। আর বর্ষা আসতে না আসতেই ডেঙ্গু জ্বরের পরিমাণও বেড়ে যায়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। কারণ মশা তাড়ানোর ওষুধ শরীরের জন্য মোটেও ভাল নয়। তাই জেনে নিন মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়। সুগন্ধি: রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোশন মেখে ঘুমাতে পারেন। এমন কি কোনো কাজে বসলে পায়ে ও হাতে লোশন লাগিয়ে নিন এতে পায়ে ও হাতে মশার কামড় থেকে বাঁচবেন।কেননা মশারা সুগন্ধি থেকে দূরে থাকে। বৃষ্টির পানি: বৃষ্টির পানি জমে মশা জন্মে। বাড়ির কোথাও পানি জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন। বারান্দায় গাছ থাকলে তা প্রতিদিন পরিষ্কার করুন যেন মশা বাসা না বানাতে পারে। তুলসী গাছ: ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে। কারণ তুলসী পাতার গন্ধও মশা সহ্য করতে পারেনা। বাড়ির বারান্দাতে বা বসার ঘরেও রাখতে পারেন তুলসী গাছ। কর্পূর: মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুই দিন পর পানি পরিবর্তন করুন। লেবু: লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে কোনো মশা নেই। রসুনের কোয়া: কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব। একুশে সংবাদ//আ.বা.নাইম// ১৫.০৬.২০১৯
Link copied!