AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদা পাথরের দেশে


Ekushey Sangbad

০৭:৪২ পিএম, জুন ১৩, ২০১৯
সাদা পাথরের দেশে

একুশে সংবাদ: চলে আসছে বর্ষার মৌসুম।ঘুরে বেড়ানোর এখনই সময়।উচুঁ উচুঁ পাহাড় ,জলরাশী আর সাদা পাথর দেখতে সিলেটের ভোলাগঞ্জ যেতে পারেন। ভেলাগঞ্জ হলো সিলেটের একটি উল্লেখেযােগ্য দর্শনীয় স্থান।ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে এক সময় লোকজন এখান দিয়ে যাতায়াত করতো।এখানকার মনোলোভা দৃশ্য উপেভাগ করতে প্রতিদিনই অনেক দর্শনার্থীদের আগমন ঘটে । ভোলাগঞ্জ যেতে হলে সর্ব প্রথম বাংলাদেশের যে কোন জায়গা থেকে সিলেট শহরের কদমতলী আসতে হবে ।সিলেট শহর থেকে ভোলাগঞ্জ এর দূরত্ব ৩৩ কিলোমিটারের মতো। কদমতলী থেকে আম্বরখানা পয়েন্টে আসতে হবে ।আম্বরখান পয়েন্ট থেকেই ভােলাগঞ্জের সি এন জি পাবেন । কদমতলী থেকে নেমে রিক্সায় আম্বরখানা পয়েন্টে যেতে পারেন , ভাড়া পড়বে ৫০ টাকা । আম্বরখানা থেকে ভােলাগঞ্জে লােকাল জনপ্রতি ১৩০ টাকা করে শুধু যাওয়া । চাইলে রিজার্ভও যাওয়া যায় , সেক্ষেত্রে ভাড়া পড়বে যাওয়া- আসা মিলে ১২০০ টাকা । তবে অবশ্যই দরদাম করে নিতে হবে । ভােলাগঞ্জ সি এন জি দিয়ে যাওয়ার পরে আপনাকে জিরাে পয়েন্টে সাদাপাথর যেতে হলে নৌকা ভাড়া করতে হবে । এক্ষেত্রে ভাড়া পড়বে ৭০০ - ১০০০ টাকা । তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ৫-৬ জনের গ্রুপ গেলে খরচ অনেক কমে যাবে। জেলা পরিষদের একটি রেস্ট হাউজ আছে উপজেলা নির্বাহী অফিসারের তত্তাবধানে।থাকতে হলে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে থাকতে হয়।এছাড়া তেমন ভাল ব্যবস্থা নেই থাকার। একুশে সংবাদ//বি.ন.নাইম// ১৩.০৬.২০১৯
Link copied!