AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্মাতা দীপংকর দীপনের সিনেমায় এবার র‍্যাবের অভিযান


Ekushey Sangbad

০৭:১২ পিএম, জুন ১৩, ২০১৯
নির্মাতা দীপংকর দীপনের সিনেমায় এবার র‍্যাবের অভিযান

একুশে সংবাদ: প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ দিয়েই বাজিমাত করেছিলেন গুণী নির্মাতা দীপংকর দীপন । সুপারহিট এই ছবিটিতে দীপন নতুনভাবে হাজির করেছিলেন আরিফিন শুভকে। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তিনি নির্মাণ করতে যা‌চ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় সি‌নেমা। তার প্রথম সি‌নেমা‌টি ছি‌লে পু‌লি‌শের অ‌ভিযান নি‌য়ে। এবার তি‌নি সি‌নেমা নির্মাণ কর‌বেন র‍্যাবের অ‌ভিযান নি‌য়ে । নত‌ুন এই ছ‌বি‌টির নাম ‘অপা‌রেশন সুন্দরবন’। সুন্দরবনের জলদস্যুমুক্ত করার এক অন্যরকম গল্প নিয়ে নি‌র্মিত হ‌বে সি‌নেমা‌টি। অজ রাজধানীর অভিজাত একটি রেস্টুরেন্টে সিনেমাটি নির্মাণের জন্য র‍্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র‍্যাবের এডিজি জাহাঙ্গীর আলম। নতুন ছবি প্রসঙ্গে দীপংকর দীপন ব‌লেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতেন না। এখন সুন্দরবন দস্যুশূন্য। এটা সম্ভব হয়েছে র‌্যাবের চৌকস বাহিনীর একের পর এক দুঃসাহসিক অভিযানের কারণে। সেই সব অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে আমার নতুন ছ‌বি।’ তবে ছবির নায়ক-নায়িকা সম্পর্কে এখনই কিছু জানাতে চান না এই তিনি। একুশে সংবাদ //জা.ন. // ১৩.০৬.২০১৯
Link copied!