AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোজা রেখে খেলেন মুশফিকুর,মাহমুদুল্লাহ ,মেহেদী


Ekushey Sangbad

০৪:৪৭ পিএম, জুন ৩, ২০১৯
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোজা রেখে খেলেন মুশফিকুর,মাহমুদুল্লাহ ,মেহেদী

একুশে সংবাদ : বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ রোজা রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলার পর নিজের স্বস্তির কথা প্রকাশ করেছেন। এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতা। রোজা রেখে খেলা, এমন একটা ম্যাচে রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার,বলছিলেন মিরাজ। বাংলাদেশ দলের মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দিন রোজা রেখে খেলেছেন বলে জানান মেহেদি হাসান মিরাজ। "আমি যখন নিয়ত করেছি, তখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। রিয়াদ ভাই আর মুশফিক ভাইর সাথে নিয়ত করেছিলাম।" কিন্তু এত লম্বা সময় রোজা রেখে খেলা কতটা কঠিন ছিলো? এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, "না আমার খুব ভালো লেগেছে যে এমন দিনে ম্যাচ জিততে পেরেছি। মাশরাফী ভাইও বলছিলেন, আমরা রোজা রেখেছি বলেই রহমত ছিলো। রোজা রেখে মাঠে খেলার সময় খুব একটা কষ্ট না হলেও পরে কিছুটা কষ্ট অনুভব করেন বলে জানান মিরাজ। আসলে শেষ হওয়ার পর যখন মনে পড়ে, আমি রোজা আছি, তখন কষ্ট হচ্ছিলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ম্যাচে শেষদিকে ব্যাট করতে নেমে ৩ বলে ৫ রান তোলেন মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ১০ ওভারে ৪৪ রান দিয়ে এক উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিংয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিম উইকেট সামলানোর আগে, ৮০ বলে ৭৮ রানের একটি ইনিংস খেলেন। একুশে সংবাদ // এস.ব.স // ০৩.০৬.২০১৯
Link copied!