AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ঈদযাত্রা হচ্ছে:কাদের


Ekushey Sangbad

০৫:১৯ পিএম, জুন ২, ২০১৯
এবার ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ঈদযাত্রা হচ্ছে:কাদের

একুশে সংবাদ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এবার ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে । আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে দেড় ঘণ্টায় কুমিল্লা এবং চার ঘণ্টায় চট্টগ্রামে যানবাহন পৌঁছাতে সক্ষম হয়েছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চারলেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। হাইওয়ে পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মহাসড়কগুলোতে মনিটরিং ও বিশ্রামের জন্য সেন্টার নির্মাণ করার- এই বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সেই প্রতীক্ষিত হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার নির্মিত হয়েছে মেঘনা টোলপ্লাজায়। এখান থেকে মহাসড়কের যানজটসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে পারবে। সেতুমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে । তিনি আরও বলেন, মহাসড়কের যানবাহনের চালকদের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হবে। এজন্য মালিক-শ্রমিক নেতাদের মহাসড়কের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান। আসন্ন ঈদ উল ফিতরের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে। বিএনপি নেতাদের মুখে দুর্নীতির অভিযোগের কথা মানায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা দুর্নীতিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের বিরুদ্ধে এখনও দুর্নীতির বিচার চলছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভুতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়।’ এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একুশে সংবাদ // এস.আলো // ০২.০৬.২০১৯
Link copied!