AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় লঞ্চের তলা ফেটে বিকল, তিন শতাধিক যাত্রী উদ্ধার


Ekushey Sangbad

১১:৫৫ এএম, মে ২২, ২০১৯
মেঘনায় লঞ্চের তলা ফেটে বিকল, তিন শতাধিক যাত্রী উদ্ধার

একুশে সংবাদ : ঢাকা থেকে ছেড়ে আসা এম ভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের সাথে একটি বালু ভর্তি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে লঞ্চের তলা ফেটে গেলে যাত্রীদের বিভিন্ন নৌযানের মাধ্যমে নিরাপদে নিয়ে আসা হয়। লঞ্চে থাকা তিন শতাধিক যাত্রী প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। লঞ্চটি ঢাকা থেকে ভোলার লালমোহন যাচ্ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী-মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহনগামী এম ভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চটির সাথে বালু ভর্তি কার্গো জাহাজের ধাক্কা লাগে । ধাক্কায় লঞ্চটির তলা ফেটে যায় এবং পানি উঠে অর্ধনিমজ্জিত হয়ে যায়। লঞ্চটি দ্রুত নদীর পাড়ে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন নৌযানের মাধ্যমে যাত্রীদের নিরাপদে নদীর পাড়ে নামানো হয়। পরে ঢাকা থেকে এম.ভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চ এসে যাত্রীদের গন্তব্য উদ্দেশ্যে নিয়ে গেছে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং সকলের আন্তরিক সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। উদ্ধার কাজ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । একুশে সংবাদ // এস.ই.ফ //২২.০৫.২০১৯
Link copied!