AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি দেশের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৬:৩৪ পিএম, এপ্রিল ১৭, ২০১৯
বিএনপি দেশের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। কিন্তু জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভুক কর্মচারি হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নেন। এ থেকেই প্রশ্ন জাগে, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী। আজ মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ১৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, এই সরকারই বিভিন্ন সেক্টরে কমান্ডার নিয়োগ করে উল্লেখ করে ড. হাছান বলেন, জিয়াউর রহমান এই নিয়োগকৃত সরকারি বেতনভুক সেক্টর কমান্ডারদেরই একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। এ থেকেই প্রশ্ন জাগে, তারা আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী। সংসদে বিএনপির যোগ দিচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। জনগণ প্রার্থীকে ভোট দেয় সংসদে যাবার জন্য,শপথ না নেবার জন্য নয়।তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাবো। জনগণের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত।   একুশে সংবাদ // এস.পি.এই // ১৭.০৪.২০১৯
Link copied!