AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়:প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

০৩:২১ পিএম, এপ্রিল ২, ২০১৯
অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়:প্রধানমন্ত্রী

একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশের সম্পদে পরিণত করতে হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ এর উদ্বোধন করেন। অটিজম বিশেষ অবদান রাখায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আইন প্রণয়ন করেছে সরকার। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, অটিজম শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যাকেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সরকারকে সহায়তা করার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আসন্ন বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া তাদের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। একুশে সংবাদ // এস.ক.ক// ০২.০৪.২০১৯
Link copied!