AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেরদৌসী মজুমদার বাংলাদেশে একক নাটকের পথিকৃৎ:সংস্কৃতি প্রতিমন্ত্রী


Ekushey Sangbad

১১:৫৫ এএম, মার্চ ২৪, ২০১৯
ফেরদৌসী মজুমদার বাংলাদেশে একক নাটকের পথিকৃৎ:সংস্কৃতি প্রতিমন্ত্রী

একুশে সংবাদ : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন,ফেরদৌসী মজুমদার বাংলাদেশে একক নাটকের পথিকৃৎ। নারীকে উপজীব্য করে তাঁর অভিনীত ‘কোকিলারা’র মধ্য দিয়ে ১৯৮৯ সালে একক নারী অভিনয়ের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় মঞ্চে বিনোদিনী, কহে বীরাঙ্গনা, স্ত্রীর পত্র, লালজমিনসহ একে একে অনেক দর্শকনন্দিত একক নারী অভিনয়ের নাটক মঞ্চস্থ হয়। আর আজকে জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী তনিমা হামিদের একক অভিনীত নাটক ‘একা এক নারী’ মঞ্চস্থ হচ্ছে। আশা করছি, নাটকটি সফলতা লাভ করবে এবং দর্শকপ্রিয়তা পাবে। প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্যচক্রের ৫৪তম প্রযোজনা “একা এক নারী” নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নাটকটির মঞ্চায়ন উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ফেরদৌসী মজুমদার বলেন, একক নাটকে অভিনয় করা অত্যন্ত দুরূহ ও কঠিন বিষয়। একক নাটকে এ অনুভূতিটাই অভিনেতা/অভিনেত্রীকে ভিত করে দেয় যে, আমার পাশে কেউ নেই। তিনি বলেন, ভালো পা-ুলিপি ছাড়া ভালো নাটক সম্ভব নয়। ভালো পা-ুলিপি ছাড়া কোনো অভিনয় শিল্পীর সাধ্য নেই দর্শক ধরে রাখার। নাট্যচক্রের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেত্রী ফাল্গুনী হামিদ। উল্লেখ্য, “একা এক নারী” নাটকটি ইতালির নোবেল বিজয়ী সাহিত্যিক, নাট্যকার ও অভিনেতা দারিও ফো এবং ফ্রাংকা রামে রচিত ‘অ ডড়সধহ অষড়হব’ এর বাংলা অনুবাদ। নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম ও নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ এবং নাটকটিতে একক অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ।   একুশে সংবাদ // এস.পি.এই // ২৪.০৩.২০১৯
Link copied!