AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগর রেজিস্ট্রশন কার্ডর ভুল সংশোধনের নামে অর্থ আদায়!


Ekushey Sangbad

১১:৩৫ এএম, মার্চ ২৪, ২০১৯
মুরাদনগর রেজিস্ট্রশন কার্ডর ভুল সংশোধনের নামে অর্থ আদায়!

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর একাদশ শ্রেণীর রেজিস্ট্রশন কার্ড ভুল সংশোধনের জন্য অর্থ আদায়ের অভিযাগ পাওয়া গেছে। উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ এ অর্থ আদায় করেছন বলে শিক্ষার্থীরা জানায়। জানা যায়, শ্রীকাইল কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের শিক্ষার্থীরা যথাসময় রেজিস্ট্রশন কার্ডর জন্য টাকা জমা দিলেও কর্তপক্ষের অবহলার কারনে প্রায় শতাধিক রেজিস্ট্রশন কার্ড লিঙ্গর পরিবর্তন হয়েছে। মেয়েদের রেজিস্ট্রশন কার্ড ছেলের এবং ছেলেদের রেজিস্ট্রশন কার্ড মেয়ের পরিচিতি দেয়া এই কার্ড নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিক লিঙ্গ পরির্বতন হওয়া এসব রেজিস্ট্রশন কার্ড সংশাধনের নামে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশত করে টাকা আদায় করছে কলেজ কর্তপক্ষ। একাদশ শ্রেণীর প্রথম বর্ষর অধিকাংশ শিক্ষার্থীরা জানায় আমরা রেজিস্ট্রশন কার্ড স্বাক্ষর করতে গিয়ে লিঙ্গ পরির্বতনের এই বিষয়টি জানতে পারি এবং বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছি। কর্তপক্ষ এই বিষয়টিক বাহির প্রকাশ করতে নিষেধ করছেন এবং সংশাধনের জন্য পাঁচশত করে টাকা দিতে বলেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সারায়ার শিক্ষার্থীদের রেজিস্ট্রশন কার্ড লিঙ্গ পরির্বতনর বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষাবোর্ড থেকে ভুল সংশাধনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার বলেন বিষয়টি আমার জানা নেই, তবে এই ভুল সংশাধনের জন্য শিক্ষাৃর্থীদের টাকা নেওয়ার কোন প্রয়াজন নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম বলন, শিক্ষার্থীদের লিঙ্গ পরিবর্তনর বিষয়টি বিব্রতকর। শিক্ষাবার্ডে যোগাযাগ কর ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একুশে সংবাদ // এস.শুভ// ২৪.০৩.২০১৯
Link copied!