AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুলের পাশের সড়কেই পা হারালো মেধাবী ছাত্রী


Ekushey Sangbad

০৮:২০ পিএম, মার্চ ২০, ২০১৯
স্কুলের পাশের সড়কেই পা হারালো মেধাবী ছাত্রী

নিজস্ব প্রতিবেদক : স্কুলের পাশের সড়কেই পিকআপের চাকায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী মেফতাহুল জান্নাত নিপা’র জীবন রক্ষা পেলেও তার একটি পা কেটে ফেলতে হলো। আর সেই সঙ্গে চরম অনিশ্চয়তার মুখে পড়লো তার আর্মী অফিসার হওয়ার স্বপ্ন। আজ সকাল সাড়ে ৭টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনের বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত আরো এক ছাত্রী ভ্যান চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মেফতাহুল জান্নাত নিপা শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও সাংবাদিক ইয়ানূর রহমানের ভাগনি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন বলেন, সকাল সাড়ে আটটার দিকে নিপাসহ চার শিক্ষার্থী একটি রিকশা-ভ্যানে চড়ে স্কুলে সামনে যাচ্ছিল। স্কুলের সামনে পৌছালে ওই সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান শিক্ষার্থীদের রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিপা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটিতে আগুন ধরিয়ে দেয় ও যশোর-বেনাপোল মহাসড়ক ৩ ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডাক্তার আব্দুর রউফ জানান, অপারেশনের মাধ্যমে নিপার ডান পা হাঁটুর নীচ থেকে কেটে ফেলতে হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত। খবর পেয়ে হাসপাতালে নিপাকে দেখতে যান যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। তিনি বলেন, নিপার সব ধরনের চিকিৎসার ভার জেলা প্রশাসন বহন করবে। নিপার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েটা খুবই মেধাবী। তার আর্মি অফিসার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু কপালে এ কী ঘটে গেল!’ রফিকুল ইসলাম বলেন, এ বছরই নিপা বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়। ভর্তি পরীক্ষার মেধাতালিকায় সে প্রথম স্থান অধিকার করে। এর আগে সে একটি প্রি-ক্যাডেট স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাশ করে। সেখানেও তার রোল ছিল এক। একুশে সংবাদ // এস.ইয়ানূর// ২০.০৩.২০১৯
Link copied!