AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোজাম্বিকে বন্যায় ৬৬ জনের প্রাণহানি


Ekushey Sangbad

০৭:৩৯ পিএম, মার্চ ১৩, ২০১৯
মোজাম্বিকে বন্যায় ৬৬ জনের প্রাণহানি

একুশে সংবাদ : মোজাম্বিকের মধ্য ও উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৬৬ জনের প্রাণহানি এবং এক লাখ ৪১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকারি সূত্র এ খবর জানিয়েছে। একইসঙ্গে দেশটি সংকট মোকাবেলায় অর্থ সাহায্য চেয়েছে। দেশটির কেবিনেটের নারী মুখপাত্র আনা কামোয়ানা বলেন, অব্যাহত প্রবল বৃষ্টি এবং বৃহস্পতি ও শুক্রবার নাগাদ ঘূণিঝড় ইদাই আঘাত হানতে যাওয়ার প্রেক্ষাপটে সরকার রেড এলার্ট জারি করেছে। মাপুতুতে মারাত্মক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেন। ভয়াবহ এই বন্যার কারণে আফ্রিকার দরিদ্রতম এই দেশটিতে ইতোমধ্যে ৫ হাজার ৭৫৬ টি বাড়ি ও ১৫ হাজার ৪৬৭টি ঘর ধ্বংস এবং ১ লাখ ৪১ হাজার ৩২৫ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কর্তৃপক্ষ বন্যা প্রবণ এলাকায় বসবাসরতদের বাধ্যতামূলকভাবে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। সরকার তাদের জন্যে ইতোমধ্যে ১৬টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০ হাজার পরিবারকে সহায়তার জন্যে সরকারের এক কোটি ৬০ লাখ ডলার অর্থ প্রয়োজন। একুশে সংবাদ // এস.পি.এই // ১৩.০৩.২০১৯
Link copied!