AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়ালে ফিরলেন জিদান


Ekushey Sangbad

১১:১৫ এএম, মার্চ ১২, ২০১৯
রিয়ালে ফিরলেন জিদান

একুশে সংবাদ : রিয়ালকে আবার নতুন করে গড়ার ভার কাঁধে নিলেন জিদান। রোনালদো তো নেই। নতুন কোন রোনালদো তৈরি করা কিংবা খুঁজে আনার দায়িত্ব তার ওপর। মৌসুমে এখনও রিয়ালের ১১ ম্যাচ বাকি। এই ম্যাচগুলোতেই জিদানকে প্রমাণ করতে হবে রোনালদো গেলেও রিয়াল মরে যায়নি। এরপর আগামী মৌসুম থেকে ২০২২ সাল পর্যন্ত শিরোপার দৌড়ে ঝাপিয়ে পড়তে হবে। নতুন কোচকে সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেওয়ার কথা আছে। বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, 'রিয়াল কতৃপক্ষ সোলারির সঙ্গে প্রথম টিমের চুক্তি আর রাখছে না। দলের সঙ্গে করা তার কাজকে প্রসংশা করেছেন সকলে। বোর্ড চলতি মৌসুমের বাকিটা এবং আগামী তিন মৌসুমের জন্য জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বার্নাব্যুর সংবাদ সম্মেলন কক্ষে রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে জিদানকে দেখা যাবে। আয়াক্সের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রিয়াল হারতেই মূলত বিদায় ঘন্টা বেজে যায় সোলারির। গতকাল রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে তার দল। কিন্তু তা মৌসুমের শেষ অবধি সোলারির চাকরি বাঁচাতে পারল না। ওদিকে জিদান এবং মরিনহো রিয়ালের কোচ হচ্ছেন গুঞ্জন ছিল। জিদান প্রথমে রিয়ালকে না করে দেন। মরিনহো আবার তার আগ্রহ প্রকাশ করেন। রামোস এদিকে মরিনহোকে চান না। জিদান অবশ্য বরাবরই রিয়ালের প্রথম পছন্দ ছিল। তিনি রাজী হলে তো আর অন্য কারো প্রশ্নই ওঠে না। একুশে সংবাদ // এস.স.ম // ১২.০৩.২০১৯
Link copied!