AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে নতুন সার কারখানা নির্মাণ করা হবে:শিল্প প্রতিমন্ত্রী


Ekushey Sangbad

১২:২৪ পিএম, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঘোড়াশালে নতুন সার কারখানা নির্মাণ করা হবে:শিল্প প্রতিমন্ত্রী

একুশে সংবাদ : দেশে সারের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করা হবে। এ লক্ষ্যে সার উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। ঘোড়াশালে বিশ্বমানের নতুন সার কারখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গতকাল মিরপুর ১৪ নম্বরের এক নম্বর বিল্ডিংয়ে কাফরুল থানা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কাফরুল থানা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম তাজু এতে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে সরকার শিল্পখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের সর্বত্র সম্ভাবনাময় শিল্পসমূহের বিকাশ ঘটানো হবে। তিনি আরো বলেন, ইশতেহারে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নে কিভাবে কাজ করা হবে সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাবান অবস্থানে নিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে ইশতেহারে ঘোষিত তাঁর উন্নয়ন পরিকল্পনার প্রতি জনগণ পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী এ সময় ইশতেহার বাস্তবায়নের জন্য সকলকে দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। শ্রমিক নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সিবিএ নেতাদের অন্যান্য কর্মচারী ও শ্রমিকদের মতো নিয়মিত কাজ করতে হবে। তারা সরকারি কর্মচারী, সরকার তাদের বেতন প্রদান করে। তারা বেতন নিবেন কিন্তু কাজ করবেন না - এটা গ্রহণযোগ্য নয়। সবাইকে কাজ করতে হবে। একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০২.২০১৯
Link copied!