AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে:বিমান প্রতিমন্ত্রী


Ekushey Sangbad

১০:২০ এএম, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে:বিমান প্রতিমন্ত্রী

একুশে সংবাদ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল কিছু মূল্যবোধ ও লক্ষ্যকে সামনে রেখে। আমাদের দায়িত্ব সেই মূল্যবোধের লালন ও প্রসার করা। প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারে ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যে মূল্যবোধ সামনে রেখে মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই মূল্যবোধ ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর তখনকার সরকার ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এখন সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে লালন ও প্রসারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গণমানুষের জীবনমান নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায় ও অবহেলিত মানুষকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছেন। এখন সময় এসেছে সারা বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার। প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র সমাজের দর্পণ। চলচ্চিত্রের মাধ্যমে আমাদের চারপাশের বাস্তবতা শৈল্পিক কৌশলে আমাদের সামনে উপস্থাপিত হয়। চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মুক্তিযুদ্ধকে সবার কাছে পৌঁছে দিতে পারে চলচ্চিত্র। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও প্রেক্ষাপটে তৈরিকৃত চলচ্চিত্রের আবেদন কখনো কমবে না, শত বছর পরেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরিকৃত চলচ্চিত্রের আবেদন একই থাকবে। প্রতিমন্ত্রী নতুন নির্মাতাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরানিয়ান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়েদ মাহাদী হোসাইনী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোঃ মুশফিকুর রহমান গুলজার, ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক মোহাম্মদ নিজাম উদ্দিন ও মঞ্জুর হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এমদাদুল হক। একুশে সংবাদ // এস.পি.এই // ১৩.০২.২০১৯
Link copied!