AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাল্লুকের হানায় রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা জারি


Ekushey Sangbad

১০:৩৯ এএম, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ভাল্লুকের হানায় রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা জারি

একুশে সংবাদ : রাশিয়ার একটি প্রত্যন্ত রাজ্যে অসংখ্য শ্বেত ভাল্লুকের হানার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গত কয়েকদিন থেকে অসংখ্য শ্বেত ভাল্লুক মানব বসতিগুলোয় এসে হাজির হচ্ছে। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নোভায়া যেমালয়া দ্বীপে কর্মকর্তারা জানান, এলাকাটিতে কয়েক হাজার মানুষের বসবাস। কিন্তু বিগত কয়েক দিন থেকে অসংখ্য ভাল্লুক সেখানকার অনেক মানুষের ওপর হামলা চালিয়েছে। এছাড়া আবাসিক এবং সরকারি ভবনগুলোয় প্রবেশ করছে এসব ভাল্লুক। খবরে বলা হয়েছে, ওই এলাকার মুল বসতি যেখানে, সেই বেলুশা গুবায় ৫২টি ভাল্লুক দেখা গেছে। তাদের মধ্যে ছয় থেকে দশটি সবসময়েই সেখানে থাকছে। রাশিয়ায় এসব ভাল্লুককে বিলুপ্তপ্রায় প্রাণী বলে তালিকাভুক্ত করেছে। দেশটির কর্মকর্তারা জানান, পুলিশ যেসব পেট্রোল বা সিগন্যাল ব্যবহার করে এসব ভাল্লুক তাড়িয়ে থাকে, তা থেকে ভীতি কেটে গেছে এসব প্রাণীর। ফলে এগুলো সামলাতে আরো কঠোর ব্যবস্থা নেয়া দরকার। তারা আরো জানান, ভাল্লুকগুলোকে তাড়ানোর অন্যসব পন্থা যদি ব্যর্থ হয়, তাহলে তাদের সামনে একটি পদ্ধতিই খোলা থাকবে। তা হচ্ছে, এগুলোর মধ্য থেকে একটি অংশকে মেরে ফেলা। স্থানীয় প্রশাসনের ডেপুটি অ্যালেক্সান্ডার মিনায়েভ বলেন, 'মানুষজন ভীত হয়ে পড়েছে, তাদের বাড়িঘর ছাড়তেও ভয় পাচ্ছে। তাদের প্রতিদিনকার রুটিন ভেঙ্গে পড়েছে, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল বা কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন না।' জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর সাগরের বরফ গলে কমে যাচ্ছে, ফলে মেরু অঞ্চলে থাকা শ্বেত ভাল্লুকগুলো তাদের শিকারের অভ্যাস পাল্টাতে বাধ্য হচ্ছে। একুশে সংবাদ // এস .স.প // ১০.০২.২০১৯
Link copied!