AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছে ফুলচাষীরা


Ekushey Sangbad

০৬:৩৭ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০১৯
পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছে ফুলচাষীরা

পঞ্চগড় প্রতিনিধি: ফেব্রুারি মাস উপলক্ষে পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছে ফুল বিক্রেতা ও ফুলচাষীরা। ফেব্রুারি মাসে প্রতি বছর বাজারে বিভিন্ন জাতের ফুলের চাহিদা থাকে, আর সে চাহিদা মাথায় রেখে পরিচর্যার পাশাপাশি পুরো দমে ব্যস্ত সময় পার করছে তারা। ফুলচাষী ও বিক্রেতারা জানান, ফেব্রুায়ারি মাসে ২১শে ফেব্রুায়ারির পাশাপাশি ১৩ ফেব্রুায়ারি পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় প্রতিবছরে অন্য সময়ের তুলনায় ফেব্রুায়ারি ফুলের চাহিদা বেড়ে যায়। মরিয়ম নার্সারির আবুল কালাম আজাদ জানান, ভাষা দিবসকে ঘিরে পুরো দমে ব্যস্ত সময় পার করছি। ফেব্রুায়ারি মাসের এই তিন দিবসে গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদাসহ বিভিন্ন জাতের ফুলের অনেক চাহিদা থাকে। তাই মাসটিকে মাথায় রেখে চাহিদামতো ফুল সরবরাহ করতে ও জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি আমরা। জমি পরিচর্যা কর্মী ওসনিয়া জানান, কম পরিশ্রমে ফুলের জমিতে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। আর মাত্র কয়েকদিন, তাই ভালোভাবে পরিচর্যা করছি ফুল ও বাগানের। এ বছর আগাম ফুল আসায় নির্বাচনের সময় ভালো বেচাবিক্রি হয়েছে। আশা করছি, আগামী তিন দিবসকে কেন্দ্র করে প্রচুর ফুল বেচাকেনা হবে। ফুল বিক্রেতা লিমা জানান, জেলায় তেমন ভাবে ফুল চাষ না হওয়ায় আমরা পঞ্চগড়ের বাইরে থেকে ফুল নিয়ে এসে বিক্রি করছি। এদিকে "১৩ ফেব্রুায়ারি পহেলা ফাল্গুন, ১৪ ফেব্রুায়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুায়ারি " হওয়ায় এ তিন দিবসকে কেন্দ্র করে এবারো ফুল বিক্রি করে ভালো টাকা আয়ের স্বপ্ন দেখছেন জেলার সকল ফুলচাষীসহ বিক্রেতারা। পঞ্চগড় জেলা কৃষি অধীদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও প্রশিক্ষক আবু হোসেন জানান, পঞ্চগড় জেলায় তেমন ভাবে ফুলচাষ হয় না। তবে যে কয়েক জাইগায় হচ্ছে তা চাষীরা নিজ উদ্যোগে করছে। তাতে চাহিদা পূরণ না হওয়ায় চাষীরা বাইরে থেকে ফুল নিয়ে আসে বিক্রি করছে। তিনি আরো জানান, পঞ্চগড়ে ফুল চাষ বৃদ্ধি ও ফুল চাষের উপর কৃষকদের আকৃষ্ট করতে কৃষি অধীদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। একুশে সংবাদ // এস.বাদশা // ০৭.০২.২০১৯
Link copied!