AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গামা‌টিতে প্রতিপক্ষের গুলিতে দুই বন্ধু নিহত


Ekushey Sangbad

০৮:১০ পিএম, ফেব্রুয়ারি ৪, ২০১৯
রাঙ্গামা‌টিতে প্রতিপক্ষের গুলিতে দুই বন্ধু নিহত

একুশে সংবাদ : রাঙ্গামা‌টির কাপ্তাইয়ের রাইখালী ইউ‌নিয়‌নে প্রতিপ‌ক্ষের গুলিতে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হো‌সেন (৩২) নিহত হয়েছে। আজ সোমবার বি‌কেল চারটায় কাপ্তাই‌য়ের রাইখালী ইউ‌নিয়‌নের কা‌রিগর পাড়া ফ‌রেস্ট অ‌ফিস সংলগ্ন এলাকায় হত্যাকা‌ণ্ডের এই ঘটনা ঘ‌টে। মং‌সিনু মারমা রাইখালীর নারান‌গি‌রি এলাকার উ‌চিংনু মারমা ও জা‌হিদ একই গ্রা‌মের আরব আলীর পুত্র। স্থানীয়রা জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি স‌মি‌তি (সন্তু) গ্রু‌পের সশস্ত্র সন্ত্রাসীরা গু‌লি ক‌রে হত্যা ক‌রেন । স্থানীয়রা জানায়, সোমবার বিকেল চারটার দিকে রাইখালীর কারিগর পাড়ার ফরেস্ট অফিসের সামনে বন্ধু জা‌হিদ হো‌সেন‌কে নি‌য়ে আড্ডা দি‌চ্ছিল মং‌সিনু মারমা। সে ই‌তিপূ‌র্বে জনসংহ‌তি স‌মি‌তি (সন্তু) গ্রু‌পের কা‌লেক্টর হিসে‌বে দা‌য়িত্ব পালন কর‌লেও সম্প্র‌তি জেএসএস সংস্কারপন্থী এমএনলারমা গ্রু‌পে যোগ ‌দেন। সদ্য অনু‌ষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মং‌সিনু মারমা আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্কর তালুকদা‌রের প‌ক্ষে কাজ ক‌রেন। এ‌তে ক্ষিপ্ত হয়ে উ‌ঠেন জনসংহ‌তি স‌মি‌তির স্থানীয় নেতারা। তার জের ধ‌রে আজ সোমবার বি‌কে‌লে কাপ্তাই‌য়ের রাইখালীর কা‌রিগর পাড়ায় মূ‌খোশধারী সশস্ত্র বন্দুকধারীরা মংসিনু মারমা ও তার বন্ধু মো: জাহিদ হো‌সেনকে ব্রাশ করে পালিয়ে যায়। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, মংসিনু মারমা আগে জনসংহতি সমিতির (সন্তু) গ্রু‌পের সদস্য ছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে সে জনসংহতি সমিতি (এমএনলারমা)গ্রুপে যোগ দেন।দুজ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।মঙ্গলবার সকা‌লে ময়নাতদ‌ন্তের জন্য রাঙ্গামা‌টি জেনা‌রেল পাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌বে। ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের ধর‌তে পু‌লিশ অ‌ভিযান চালা‌চ্ছে ব‌লে তি‌নি জানান। একুশে সংবাদ // এস.ক.ক // ০৪.০২.২০১৯
Link copied!