AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সময় এসেছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পর্যটন শিল্পে ব্যবহার করার :পর্যটন প্রতিমন্ত্রী


Ekushey Sangbad

১০:৫১ এএম, জানুয়ারি ৩১, ২০১৯
সময় এসেছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পর্যটন শিল্পে ব্যবহার করার :পর্যটন প্রতিমন্ত্রী

একুশে সংবাদ :বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এদেশের প্রতিটি জেলার বিভিন্ন পুরাকীর্তি ও স্থাপনার সাথে মিশে আছে মিথ। প্রতিটি জেলার রয়েছে গর্ব করার মতো ঐতিহ্য। এখন সময় এসেছে পর্যটন শিল্পের প্রসারে এসব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্যবহার করার। গতকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আলাদা একটি প্রাণ রয়েছে, মুগ্ধ করার আলাদা ক্ষমতা রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এ দেশের পাহাড়ের লেকের যে সৌন্দর্য, সমুদ্রের ঢেউয়ের গর্জনে যে প্রাণ, পল্লী অঞ্চলে বা বনভূমিতে জ্যোৎস্না রাতে চাঁদের আলোর যে স্নিগ্ধতা তার কোন তুলনা নেই। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক জায়গায় নতুন নতুন পর্যটন গন্তব্য আবিষ্কার হচ্ছে। সরকারের লক্ষ্য সকল পর্যটন গন্তব্যকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট আরো আকর্ষণীয় করে তোলা, দ্বীপগুলোকে পর্যটন স্বর্গ হিসেবে গড়ে তোলা। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশে দেশি-বিদেশি পর্যটকরা কোথাও যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। পর্যটকরা যেন সহজেই পর্যটন গন্তব্যে যাতায়াত করতে পারেন সে জন্য বিমান বন্দরের গ্রাহক সেবার মান আরো উন্নত করা হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যের সরকারি হোটেল- মোটেলগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ। একুশে সংবাদ // এস.পি.এই // ৩১.০১.২০১৯
Link copied!