AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যান্ডসেটের আইএমইআই ডাটাবেস চালু : মোস্তাফা জব্বার


Ekushey Sangbad

০৮:১৬ পিএম, জানুয়ারি ২২, ২০১৯
হ্যান্ডসেটের আইএমইআই ডাটাবেস চালু : মোস্তাফা জব্বার

একুশে সংবাদ : মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিকারকদের আমদানি অনাপত্তি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করণের জন্য এবং আমদানিকৃত বা স্থানীয়ভাবে উৎপাদিত সকল হ্যান্ডসেটের আইএমইআই ডাটাবেস এর যাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালূ করার মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার আরও একটি মাইলফলক স্থাপিত হয়েছে। ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ মোবাইলফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের সহায়তায় বিটিআরসি এই ডাটাবেসটি স্থাপন করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আইএমইআই ডাটাবেস চালুর ঘটনাটিকে চলমান ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত দশবছরে অভাবনীয় সফলতা বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। গত দশ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশাল সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশ ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় পৌছেছে। তিনি বলেন, সরকার ডিজিটাল ডিভাইস করছে। প্রত্যেকটি ডিভাইস নিরাপদ রাখার দায়িত্বও সরকারের।এখন যে কোনো গ্রাহক তার মোবাইল ফোন সেট নিরাপদে ব্যবহার করতে পারবেন। কেউ চুরি করে সেটটি নিয়ে গেলে তিনি আর ব্যবহার করতে পারবেন না। গ্রাহকের তথ্যের ভিত্তিতে বিটিআরসি ওই সেটের আইএমইআই নম্বর সার্ভার থেকে বাদ দিয়ে দেবে। ফলে ওই সেটে নতুন কোনো সিম আর সচল হবে না। এতে ব্যক্তির নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাও নিশ্চিত হবে। পাশাপাশি সরকার অবৈধ সেট থেকে যে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হতো এখন সেটা হবে না।’ মন্ত্রী দেশের তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ এর অবদান উল্লেখ করে বলেন, প্রযুক্তি বিষয়ে তাঁর মেধা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, ৪জি চালু এবং ৫জি‘র সফল জনক পরীক্ষা সম্পন্নকরাসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশ ত্বরান্বিত করতে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতে তার ৩১ বছরের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, প্রতিঘরে, প্রতিটি মানুষকে ডিজিটাল কানেকটিভিটির আওতায় আনতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে ডিজিটাল অপরাধ বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে তা প্রতিরোধ করা সম্ভব না। ডিজিটাল অপরাধ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তির দরকার। তিনি বলেন, ডিজিটাল মিডিয়া গত নির্বাচনের সময়ও আতংক ছিলো। অপপ্রচারের উদ্দেশে সেনাবাহিনীর নামেও সাত শতাধিক ভুয়া সাইট তৈরি করা হয়। বিটিআরসিসহ আইন প্রয়োগকারী সংস্থা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুব্যবস্থাপনা দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। আইএমইআই ডাটাবেস এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘিন্ত হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। অবৈধ আমদানি হ্রাস করার মাধ্যমে এ খাত হতে বিপুল রাজস্ব আহরণ নিশ্চিত হবে । দেশের মোবাইল খাতের তথ্য উপাত্ত পাওয়া যাবে। প্রত্যেকটি মোবাইল ফোন সেটেই ১৫ ডিজিটের একটি আইএমইআই নম্বর থাকে। গ্রাহক *#০৬# ডায়াল করলেই এই আইএমইআই নম্বর ভেসে উঠে। এই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠালে ফিরতি এসএমএসে জানা যাবে সেটটি বৈধ না অবৈধ। বর্তমানে গ্রাহকের হাতে থাকা সবগুলো সেটই ডাটাবেজে উঠে গেছে। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে আইএমইআই ডাটাবেস উদ্বোধন করেন।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিআরসি চেয়ারম্যান মো: জহিরুল হক বক্তৃতা করেন। একুশে সংবাদ // এস.পি.এই // ২২.০১.২০১৯
Link copied!