AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমাধ্যমে সবাই স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad

১২:১৩ পিএম, জানুয়ারি ২১, ২০১৯
গণমাধ্যমে সবাই স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সংবাদপত্রে একজন প্রতিবেদকের গুরুত্ব অপরিসীম। ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ দেশের গণমাধ্যম স্বাধীন, সবাই স্বাধীনভাবে কাজ করছে।’ মন্ত্রী রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর আয়োজনে সংস্থার সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সকল কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির বিপর্যয়ের কারণ নিজেদেরই বিশ্লেষণ করা উচিত। বিপর্যয় হয়েছে তাদের কারণে। তারা জনগণের বিষয়গুলোকে সামনে আনতে পারেনি। যখন কোনো দল জনগণের স্বার্থে রাজনীতি না করে নিজেদের স্বার্থে করে, তখন তারা তো জনগণের সমর্থন পেতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র গত দশ বছরের আন্দোলন ছিল তারেক জিয়ার মামলা থেকে অব্যাহতি, তাকে দেশে ফেরত আনা, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে। এগুলো আদায় করতে গিয়ে তারা জনগণের ওপর হামলা, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, বাস-ট্রাকচালক ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করেছে। এভাবে জনগণের ওপর হামলা করে ত্রাস সৃষ্টি করা যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায় না।’ সাগর-রুনি হত্যার বিচারের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচারের সঙ্গে সংশ্লিষ্ট আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। আলোচনা না করে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়।’ ডিজিটাল আইনের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই আইন কেবল সাংবাদিকদের জন্য নয়, এটি দেশের সব মানুষের জন্য করা হয়েছে। সাংবাদিকদের যেসব উদ্বেগ-উৎকণ্ঠা আছে, সেগুলো দূর করার জন্য আমি কাজ করব।’ সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের বিষয়ে তিনি বলেন, নতুন সরকার গঠন হয়েছে। আগের কমিটিতে অনেকেই নেই। তাই নতুন করে কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। এছাড়া এতে টেলিভিশনের সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জন্য সরকার কাজ করছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন। হাছান মাহমুদের জীবনবৃত্তান্ত তুলে ধরেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। একুশে সংবাদ // এস.ক.ক. // ২১.০১/.২০১৯  
Link copied!