AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশী যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ


Ekushey Sangbad

০৩:৩৫ পিএম, জানুয়ারি ১৯, ২০১৯
বাংলাদেশী যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ৩৬ ঘন্টা পার হলেও ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর গুলিতে নিহত জাহাঙ্গির আলম ওরফে রাজু (২৫) এর লাশ ফেরত দেওয়া হয়নি বাংলাদেশে। নিহত জাহাঙ্গির আলম রানিশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিঞার ছেলে বলে তথ্য পাওয়া যায়। গত শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতের ১৭১ শ্রীপুর ক্যাম্পের বিএসএফ জোওয়ানদের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের এ ঘটনা ঘটলেও শনিবার বিকেল পর্যন্ত জাহাঙ্গির আলমের লাশ ফেরত দেয়নি তারা। ঠাকুরগাঁও রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান জানান, বিএসএফ এর গুলিতে জাহাঙ্গির আলম ওরফে রাজুর লাশ শনিবার দুপুর পর্যন্ত আমাদের হাতে এসে পৌছেনি। তবে শুনেছি সন্ধায় লাশ ফেরত দেবার প্রক্রিয়া চলছে। লাশ ফেরত পেলেই আমরা আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তা হস্তান্তর করবো। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে: ক: তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আমরা জাহাঙ্গির আলমের লাশ ফেরত চেয়ে শুক্রবারই বিএসএফ এর কাছে বার্তা প্রেরণ করেছি এবং পতাকা বৈঠক করেছি। লাশ এর ব্যাপারে হয়তো তাদেরও ফরমালিটিজ রয়েছে। তাই লাশ দিতে বিলম্ব করছে। তবে সন্ধার মধ্যে হস্তান্ত করা হবে বলে আশা করছি। উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে বিএসএফ জোওয়ানদের গুলিতে নিহত জাহাঙ্গির আলম ওরফে রাজু অন্য পেশার পাশাপাশি বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনা নেওয়ার কাজ করতো। শুক্রবারও সে গরু আনার জন্যে কয়েকজনকে সাথে নিয়ে ধর্মগড় সীমান্তের ৩৭২/২ নং মেইন পিলার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ১৭১ শ্রীপুর ক্যাম্পের বিএসএফ জেয়ানদের ছোড়া গুলিতে মৃত্যু হয় জাহাঙ্গিরের । তার সাথিরা তাকে ভারতের ৪ শ গজ অভ্যন্তরে ফেলে পালিয়ে আসলে ঘটনাটি এলাকায় জানাজানি হয় এবং তার লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্যে ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে বার্তা প্রেরণ করা হয় । একুশে সংবাদ //এস.বাপ্পি// ১৯.০১.২০১৯
Link copied!