AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কন‍্যাকে মায়ের কোল থেকে টেনে নিয়ে গেল চিতাবাঘ


Ekushey Sangbad

০৪:২৫ পিএম, জানুয়ারি ১৬, ২০১৯
কন‍্যাকে মায়ের কোল থেকে টেনে নিয়ে গেল চিতাবাঘ

একুশে সংবাদ : ঘরে ঢুকে মায়ের কোল থেকে তিন বছরের শিশু কন‍্যাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ‍েয় ভারতের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গ‍্যারগাণ্ডা চা বাগানে ফ‍্যাক্টরি লাইনে। এলাকার বাসিন্দা পূজা ওরাঁও তাঁর তিন বছরের শিশুকন‍্যা প্রণীতা ওরাঁও-কে নিয়ে নিজের ঘরে ছিলেন। আচমকা একটি বিশালাকার চিতাবাঘ এসে তিন বছরের শিশু কন‍্যা টেনে নিয়ে যায়। পূজা তাঁর শিশুটিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ লড়াই করেন। সংবাদমাধ্যম প্রতিনিধিদের পূজা ওরাঁও জানান, ‘‘বিরাট বড় বাঘ ছিল, আমি শত চেষ্টা করেও ওকে বাঁচাতে পারিনি।’’ এই ঘটনার পর এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায়। সারা রাত অনেক খোঁজাখুঁজি পরও শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে গ‍্যারগাণ্ডা চা বাগানের ভিতর শিশুকন‍্যার খণ্ড খণ্ড মৃতদেহ সন্ধান পাওয়া গিয়েছে বলে জানায় এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এলে, উত্তেজিত এলাকার বাসিন্দারা বনদপ্তর গাড়ি ভাঙচুর করে । প্রসঙ্গত চিতাবাঘটি গত দেড় মাসে এই অঞ্চলের একাধিক মানুষকে আক্রমণ করে খুবলে খেয়েছে। চিতাবাঘের এই ধরনের আচরণে আতঙ্কিত এলাকাবাসীর বক্তব্য চিতাবাঘটি নরখাদক হয়ে উঠছে।ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছে। সূত্র: এবেলা একুশে সংবাদ // এস.ই.ফ // ১৬.০১.২০১৯
Link copied!