AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

০৭:২৫ পিএম, ডিসেম্বর ১১, ২০১৮
আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে সংবাদ :আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানা গেছে। ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, আজ বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ও ভাষণ দেবেন। ওইদিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় ফিরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসায় নিজ নির্বাচনী এলাকা তথা পুরো গোপালগঞ্জে নেতা কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জনসভা স্থল কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে জনসভার মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ সারা জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ১২ ও ১৩ ডিসেম্বর পুরো জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা ও পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে একাধিকবার মিটিং করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর যাতে সফলভাবে শেষ হয় সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বত্মক গুরুত্ব দেয়া হচ্ছে। একুশে সংবাদ // এস.ব,স // ১১.১২.২০১৮
Link copied!