AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে অপহরনের ছয়দিন পর শিশুর লাশ উদ্ধার


Ekushey Sangbad

০৪:৪২ পিএম, ডিসেম্বর ১১, ২০১৮
শ্রীপুরে অপহরনের ছয়দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে অপহরনের ছয়দিন পর এক শিশু সাদমান ইকবাল রাকিন (১০) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত রাকিন উপজেলার ফাউগান গ্রামের শামীম ইকবালের ছেলে। সে ওই এলাকার ফাউগান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) দিয়েছে।(১১ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ীর পাশের বাঁশঝার থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা শামীম ইকবাল জানান, বুধবার বিকেলে বাড়ির পাশেই মসজিদে আছরের নামাজ পড়তে যায়।নামাজের পর বাড়ির পাশে রাস্তার মোড়ে রাকিন খেলতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করতে থাকে। পরে ওইদিন রাতে তিনি (শামীম ইকবাল) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অপহরনের অভিযোগে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ছেলেকে ফিরে পাওয়ার জন্য অজ্ঞাত স্থান থেকে তার মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে অপহরনকারীরা এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানানোর পরামর্শ দেয়। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তার ছেলেকে হত্যা করার হুমকি দেয়। পরে তিনি ৫ লাখ টাকার ব্যবস্থা করে অপহরনকারীদের সাথে যোগযোগ করলে তারা ১০ লাখ টাকা নিয়ে শুক্রবার রাজেন্দ্রপুর আসতে বলে। ফাউগান ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ইজ্জত আলী খান জানান, ছেলে অপহরনের বিষয়ে শামীম ইকবাল আমাকে (মেম্বার) মৌখিকভাবে জানিয়েছে। পরে স্বজনদের কাছে খোজখবর নিয়ে না পাওয়ায় থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী শ্রীপুর থানায় একটি অপহরনের অভিযোগ দেওয়া হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা জানান, এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে বাঁশঝারের দিকে এগিয়ে যায়। পরে স্থানীয়রা রাকিনের লাশ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। রাকিনের বাবা শামীম ইকবাল এসে ছেলের লাশ শনাক্ত করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শত্রুতাবশত কেউ শিশু রাকিকনে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাঁশঝারের নিচে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একুশে সংবাদ // এস.সানি // ১১.১২.২০১৮
Link copied!