AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্সে সহিংসতা, গ্রেফতার ১৭শ


Ekushey Sangbad

০১:০২ পিএম, ডিসেম্বর ১০, ২০১৮
ফ্রান্সে  সহিংসতা, গ্রেফতার ১৭শ

একুশে সংবাদ: ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের মধ্য থেকে ১৭’শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদিকে দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংসতা ঘটে। এতে সপ্তাহ খানেক আগের তুলনায় আরো বেশি ক্ষতি হয়েছে। রোববার কর্মকর্তারা একথা জানান। প্যারিস, মার্সেইল, বখদু, লিও ও তুলুজ ছাড়াও আরো কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ম্যাঁেক্রার পদত্যাগের দাবিতে গত চার সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে। আটক ১৭শ’ ২৩ জনের মধ্যে ১২শ’ ২০ জনকে পুলিশের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্যারিসের পুলিশ বলেছে, তারা শনিবার ১ হাজার ৮২ জনকে আটক করে। এর আগে ৪১২ জনকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ ৩৬ হাজার লোক অংশ নেয়। গত ১ ডিসেম্বরেও প্রায় একই পরিমাণ লোক বিক্ষোভে যোগ দেয়। সেদিনও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু নগর কর্তৃপক্ষ বলছে, সেদিনের চেয়ে শনিবারের সহিংসতায় বেশি ক্ষতি হয়েছে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে। একুশে সংবাদ // এস.পি.এই // ১০.১২.২০১৮
Link copied!