AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাশোগির শেষ কথা ছিল ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’


Ekushey Sangbad

১১:০৬ এএম, ডিসেম্বর ১০, ২০১৮
খাশোগির শেষ কথা ছিল ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’

একুশে সংবাদ : মৃত্যুর আগে জামাল খাশোগির শেষ কথা ছিল, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ সৌদি এ সাংবাদিকের জীবনের শেষ মুহূর্তের অডিও টেপের অনুলিপি পড়া এক সূত্রের বরাত দিয়ে রোববার সিএনএন একথা জানায়। খবর এএফপি’র। সূত্রটি জানায়, অনুলিপিটি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, হত্যাটি পূর্বপরিকল্পিত এবং এই হত্যার কাজ কিভাবে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে কয়েকবার ফোনের মাধ্যমে ব্রিফ করা হয়। সিএনএন জানায়, তুর্কি কর্মকর্তাদের ধারণা রিয়াদের শীর্ষ কর্মকর্তারা ওই ফোনকলগুলো করেছিলেন। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগিকে ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে হত্যা করা হয়। অনুলিপিতে হত্যাকারীদের সাথে খাশোগির ধস্তাধস্তির বর্ণনা রয়েছে। তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো আসল অনুলিপিটি তৈরি করেছে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রোববার এই হত্যাকা-ে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দাবি প্রত্যাখ্যান করেছেন। এরদোগান এই হত্যাকা-ে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। তুরস্কের মতে, ইস্তাম্বুলে পাঠানো ১৫ সদস্য বিশিষ্ট সৌদি দল খাশোগিকে হত্যা করে। একুশে সংবাদ // এস.ব.স // ১০.১২.২০১৮
Link copied!