AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্যুপ শরীর ও মনকে চাঙা করে


Ekushey Sangbad

০৫:৫৮ পিএম, নভেম্বর ২৫, ২০১৮
স্যুপ শরীর ও মনকে চাঙা করে

একুশে সংবাদ : শীতের ঠাণ্ডা পরিবেশে এক বাটি গরম স্যুপ আপনার শরীর ও মনকে চাঙা করে তুলবে। অসুস্থতার সময় চিকিৎসক স্যুপ খাওয়ার পরামর্শ দেন। কারণ এতে রয়েছে ভিটামিন, ফাইবার ও পুষ্টি, যা জ্বর-সর্দি-কাশি নিরাময়সহ পাকস্থলী সুস্থতা, কোষ্ঠকাঠিন্য দূর ও ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে। চিকেন স্টক : ১ কেজি ওজনের একটি মুরগি কেটে, ৩ লিটার পানিতে সেদ্ধ করে পানি কমিয়ে অর্ধেক পরিমাণ হয়ে এলেই নামিয়ে ফেলুন। মাংস হতে হাড় আলাদা করে, হাড়গুলো হামিদিস্তায় থেঁতো করে স্টকে মিশিয়ে, ঝোলটি ছেঁকে ফেললেই চিকেন স্টক তৈরি। ডিপ ফ্রিজে ১ মাস রাখা যাবে। চিকেন স্যুপ : উপকরণ : মুরগির বুকের মাংস ২ পিস ছোট ছোট করে কাটা, চিকেন স্টক ১ লিটার, ডিম ১টি, অলিভ অয়েল অথবা সরিষার তেল ২ টেবিল চামচ, রসুন গ্রেট করা ৩ কোয়া, কালো গোল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, লবণ আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : ডিম ফেটিয়ে ভেজে ছুরি দিয়ে কেটে ফেলুন, তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে সেদ্ধ করুন। ব্লেন্ডারে পিষে অথবা এভাবেই খেতে পারেন আপনার খুব পছন্দের চিকেন স্যুপ ডায়েট স্যুপ উপকরণ : সাত-আট রকমের শীতের সবজি (আলু ও বেগুন বাদে) ২ কাপ, অলিভ অয়েল অথবা সরিষার তেল ২ টেবিল চামচ, রসুন গ্রেট করা ৪ কোয়া, লবণ আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ১ লিটার পানিতে সেদ্ধ করুন। ব্লেন্ডারে পিষে অথবা এভাবেই খেয়ে নিতে পারেন আপনার খুব স্বাস্থ্যকর ডায়েট স্যুপ প্রন স্যুপ উপকরণ : ১২টি ছোট চিংড়ি, চিকেন স্টক ১ লিটার, অলিভ অয়েল অথবা সরিষার তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি ২টি, রসুন গ্রেট করা ৪ কোয়া, লবণ আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করুন। ব্লেন্ডারে পিষে অথবা এভাবেই খেয়ে নিতে পারেন দারুণ স্বাদের প্রন স্যুপ। একুশে সংবাদ // এস. স,প // ২৫.১১.২০১৮
Link copied!