AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত


Ekushey Sangbad

১০:৩৬ এএম, নভেম্বর ২৫, ২০১৮
টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

একুশে সংবাদ : কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউর রহমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন । এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। রবিবার ভোর রাত আড়াইটার দিকে পুলিশের হাতে আটক তালিকাভূক্ত ইয়াবা কারবারীকে নিয়ে টেকনাফ মডেল থানা পুলিশ নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযানে গেলে ওঁৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে থানা পুলিশের এসআই শরীফুল (৩৫), কনস্টেবল ছোটন দাশ (২৩) ও মেহেদী হাসান (২১) আহত হয়। পুলিশও আত্নরক্ষার্থে গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদক কারবারীরা পিছু হঠলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় জিয়াউর রহমানকে উদ্ধার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি বিদেশী অস্ত্র, ২১ রাউন্ড বুলেট ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমান টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার হাজী নুরুল ইসলামের পুত্র। অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, আটক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১নং তালিকাভূক্ত ইয়াবা কারবারী ও একাধিক মামলার আসামি। একুশে সংবাদ // এস.ই,ফ // ২৫.১১.২০১৮
Link copied!