AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কীটনাশকের প্যাকেট খেয়ে পোষা হাতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


Ekushey Sangbad

১১:০২ এএম, নভেম্বর ১৭, ২০১৮
কীটনাশকের প্যাকেট খেয়ে পোষা হাতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

গাইবান্ধা : বৃহস্পতিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সার্কাসের একটি হাতি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা আদায়ের সময় হাতিটি এক ব্যক্তির হাত থেকে কীটনাশকের প্যাকেট নিয়ে খেয়ে উন্মাদ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজারে সার্কাসের একটি হাতি দিয়ে হাতি চালক (মাহুত) লোকজনের কাছ থেকে টাকা আদায় করছিল। এরই এক পর্যায়ে হাতিটি এক ব্যক্তির হাত থেকে কীটনাশকের প্যাকেট নিয়ে গিলে ফেলে। এর কিছুক্ষণ পর থেকেই হাতিটি বিষ ক্রিয়ায় দাপাদাপি শুরু করে দেয়। এক সময় হাতিটি উন্মাদ হয়ে কোচাশহর বাজারের একটি বাসার দেয়াল ভেঙ্গে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতিটি পুকুরের মধ্যে দাপাদাপি করছিল। এ ঘটনায় ওই পুকুরপাড়ে শত শত লোক ভীড় জমিয়েছে। হাতি উদ্ধারে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পড়েই হয়তো বিষ ক্রিয়ায় হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আবদুল হামিদ জানান, ঘটনাটি ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে জানানো হলে সেখান থেকে বলা হয় যেহেতু হাতিটি উন্মাদ হয়ে পড়েছে সেহেতু প্রাণের ঝুঁকি থাকতে পারে বলে তাদেরকে সতর্ক করা হয় এবং বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বাধীন বলে জানানো হয়। একুশে সংবাদ // এস.রুবেল // ১৭.১১.২০১৮
Link copied!