AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীপিকা-রণবীরের বিয়েতে অতিথিদের থাকার খরচই পৌনে ২ কোটি


Ekushey Sangbad

১২:৫৩ পিএম, নভেম্বর ১৪, ২০১৮
দীপিকা-রণবীরের বিয়েতে অতিথিদের থাকার খরচই পৌনে ২ কোটি

একুশে সংবাদ : চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে আজ। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এর বিয়ে নিয়ে বি-টাউনের সর্বত্র আলোচনা চলছে। ১৩ নভেম্বর সঙ্গীতে দীপিকা নাকি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। রণবীর তাকে আলিঙ্গন করে কান্না থামিয়েছেন। এরকম নানা টুকরো আভাসে সরগরম বলিউড। তাদের বিয়ের প্রথম ছবি কখন দেখা যাবে, তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, রিসর্টের প্রতিটি রুমের খরচ ৩৩ হাজার টাকা। দুই তারকা নাকি সবমিলে ৭৫টি রুম বুক করেছেন। সবমিলে যা দাঁড়ায় প্রায় ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা। অর্থাৎ এক সপ্তাহে শুধু রুম ভাড়ার খরচই দাঁড়াচ্ছে ১ কোটি ৭৩ লক্ষ ২৫ হাজার টাকা। দীপিকা বিয়ের জন্য গয়না কিনেছেন এক কোটি টাকার। শুধু মঙ্গলসূত্রটির দাম ২৫ লাখ টাকা। জানা গেছে, সি-প্লেনে চড়ে বিয়ে করতে যাবেন রণবীর। বরযাত্রীদের জন্য বিলাসবহুল পালতোলা নৌকোর ব্যবস্থা করা হয়েছে। ইতালি থেকে ফিরে আগামী ২৮ নভেম্বর মুম্বইয়ে তাদের রিসেপশন হবে, রিসেপশন হবে বেঙ্গালুরুতেও। সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে রূপকথার বিয়ের পিছনে খরচ হবে, তা বলাই বাহুল্য। তবে দীপবীর বিয়েতে কোনো উপহার নিচ্ছেন না। আমন্ত্রিতদের দীপবীর অনুরোধ জানিয়েছেন দীপিকার যে সংগঠন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, চাইলে সেই সংস্থায় অনুদান দিতে পারেন তারা। একুশে সংবাদ // এস.র,ন //১৪.১১.২০১৮
Link copied!