AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করদাতাদের সাথে কর বিভাগের সুসম্পর্ক আরো দৃঢ় হবে : প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

০৬:০৩ পিএম, নভেম্বর ১২, ২০১৮
করদাতাদের সাথে কর বিভাগের সুসম্পর্ক আরো দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়কর মেলার সফল বাস্তবায়ন সামগ্রিকভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি করদাতাদের সঙ্গে কর বিভাগের সুসম্পর্ক আরো দৃঢ় করবে। আগামীকাল থেকে শুরু হওয়া আয়কর মেলা উপলক্ষে আজ সোমবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’- এ স্লোগানকে সামনে রেখে এ বছর আয়কর মেলার প্রতিপাদ্য করা হয়েছে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবার ১৩ থেকে ১৯ নভেম্বর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ৭ দিন, জেলা শহরগুলোতে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিনব্যাপী আয়কর মেলা এবং ৭০টি উপজেলায় ১ দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বলেন, আয়করকে জনগণের কাছে সহজবোধ্য করা, করবান্ধব পরিবেশ তৈরি, কর সংস্কৃতির বিকাশ এবং কর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে ২০১০ সালে আয়কর মেলা চালু করা হয়। তিনি বলেন, করদাতারা আয়কর মেলার বহুমাত্রিক সুফল পাচ্ছেন এবং এর মাধ্যমে দেশের রাজস্ব আহরণও কাক্সিক্ষত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। মেলায় করদাতারা আনন্দমুখর পরিবেশ ও উৎসবের আমেজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করেছেন যে, কর প্রদান নাগরিক দায়িত্ব ও গর্বের বিষয়। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। আমরা অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে অধিকতর দক্ষ, কার্যকর, গতিশীল ও শক্তিশালী করার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছি। যথাযথ রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি। ’ জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ এবং ‘জাতীয় আয়কর মেলা ২০১৮’- এর সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও এ বছর যে সকল করদাতা সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তাদের তিনি আন্তরিক অভিনন্দন জানান। একুশে সংবাদ // এস.ব.স // ১২.১১.২০১৮
Link copied!