AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে আব্দুল আউয়াল বিশ্ব বিদ্যালয় কলেজের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Ekushey Sangbad

০৫:০০ পিএম, নভেম্বর ১১, ২০১৮
শ্রীপুরে আব্দুল আউয়াল বিশ্ব বিদ্যালয় কলেজের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের (১১ নভেম্বর) রবিবার সকাল ১১টায় আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ২৭ বছর পূর্তি পালন করেছে । এর সাথে স্নাতক (অনার্স) শাখার অনুমোদন পাওয়ায় আনন্দঘন পরিবেশে শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামে নেতৃত্বে শিক্ষার্থীরা রঙ-বেরঙের টি-শার্ট ও শাড়ি পরে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এর আগে ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি বি এস গ্রুপ ও নাহি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহি গ্রুপের চেয়ারম্যান মনিরা নোমান। কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা। বিশ্ববিদ্যালয় কলেজের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমচারীকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় বলেন, আব্দুল আউয়াল কলেজ ১৯৯২ খ্রিষ্টাব্দ ১০ নভেম্বর প্রতিষ্ঠা হওয়া পর থেকে সুনামের সহিত শ্রীপুরের বিভিন্ন কলেজের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ নতুন মাত্রা যোগ হলো।এতে এই অঞ্চলের শিক্ষার্থীরা এখানেই উচ্চ শিক্ষা লাভ করবে। এসময় উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান বাতেন সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আউয়াল বেপারী, বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতার দাতা পরিবারের সদস্য আতাউর রহমান খোকন তেলিহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য তারেক হাসান (বাচ্চু ) প্রমূখ। একুশে সংবাদ // এস.সানি // ১১.১১.২০১৮
Link copied!