AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজই নির্বাচনের জোট নিয়ে ইসিকে জানাতে হবে


Ekushey Sangbad

১১:১৩ এএম, নভেম্বর ১১, ২০১৮
আজই নির্বাচনের জোট নিয়ে ইসিকে জানাতে হবে

একুশে সংবাদ : আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হতে চাইলে আজই তা ইসিকে জানানোর শেষ দিন। নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুধুমাত্র জোট করতে পারবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোন কোন দলের সঙ্গে জোট করবে তা চিঠিতে উল্লেখ করতে হবে। এতে করে বড় দলের প্রতীক নিয়ে নিবন্ধিত ছোট দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তা ছাড়া অনিবন্ধিত দলের সঙ্গে নিবন্ধিত দলের জোট করলেও সমস্যা নেই। সে ক্ষেত্রে নিবন্ধিত দলের প্রতীক নিয়ে অনিবন্ধিত দলের নেতারা নির্বাচনে অংশ নিলে সমস্যা নেই। তবে অনিবন্ধিত দলের ওই নেতারা নিবন্ধিত দলের প্রার্থী হিসাবে বিবেচিত হবে। আজ রবিবার শেষ হচ্ছে সে সময়সীমা। এ ক্ষেত্রে সময় বাড়ানো হবে কি না, জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আইনে বাধ্যবাধকতা আছে, তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে রাজনৈতিক দল যারা জোটবদ্ধ আছেন কোন প্রতীকে করবেন, স্পষ্টভাবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করবেন। যদি এটা দিতে না পারে এটা আইনের ব্যত্যয় হবে। এটা দিতে ব্যর্থ হলে নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। সময় বাড়ানোর দাবির বিষয়ে ইসি সচিব বলেন, যদি ওনারা সময় চান বা কমিশন মনে করেন, এটা কমিশনের বিষয়। এটা কমিশন যদি মনে করে সময় বাড়াবে না। একুশে সংবাদ // এস.ক.ক // ১১.১১.২০১৮
Link copied!