AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন দুই ফিচার


Ekushey Sangbad

০১:০৯ পিএম, অক্টোবর ২১, ২০১৮
হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন দুই ফিচার

একুশে সংবাদ : ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার ‘ভ্যাকেশন’ ও ‘সাইলেন্ট’ মোড চালু হচ্ছে ফেইসবুকের মালিকানাধীন মেসেঞ্জার সেবাটিতে। ‘ভ্যাকেশন’ নামের ফিচারটি আইওএস এবং অ্যানড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের নোটিফিকেশন সেটিংস ট্যাবের মধ্যে যুক্ত করা হবে। ছুটিতে বা ভ্রমণে দূরে কোথাও যাওয়ার সময় ফিচারটি চালু করলেই অন্য ব্যবহারকারীরা বিষয়টি জানতে পারবেন। ফলে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর সময়মতো না দিলেও সমস্যা হবে না। শুধু তা-ই নয়, বন্ধুদের কাছ থেকে আসা বার্তার সংখ্যা যা-ই হোক না কেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে জমা থাকবে। ফলে বেড়ানো শেষে ফিরে একই জায়গায় সব বার্তা পড়ার সুযোগ মিলবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক বার্তা আর্কাইভ হিসেবে জমা থাকে হোয়াটসঅ্যাপে। এ ছাড়া ‘সাইলেন্ট’ ফিচারটি কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কাজের সময় বন্ধুদের পাঠানো বার্তার নোটিফিকেশন শোনা যাবে না। শুধু তা-ই নয়, প্রয়োজনে শব্দ না করেই বন্ধুদের সঙ্গে চ্যাট করার সুযোগ মিলবে। উল্লেখ্য, এ মাসের প্রথম সপ্তাহে বার্তা বিনিময়ের সময় বন্ধুদের পাঠানো লিংকে ক্লিক করে সরাসরি ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেইসবুক ভিডিও দেখার সুযোগ চালু করে হোয়াটসঅ্যাপ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া একুশে সংবাদ //এস.ক.ক // ২১.১০.২০১৮
Link copied!