AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈশ্বিক সক্ষমতা সূচকে একধাপ পেছাল বাংলাদেশ


Ekushey Sangbad

০৩:২৩ পিএম, অক্টোবর ১৭, ২০১৮
বৈশ্বিক সক্ষমতা সূচকে একধাপ পেছাল বাংলাদেশ

একুশে সংবাদ : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৪০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৩। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যবসায় পরিবেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে পাকিস্তানের চেয়ে চার ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ১০৩ এবং পাকিস্তানের অবস্থান ১০৭। বিশ্বের ১৪০টি দেশের ওপর এ প্রতিবেদন তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রতিষ্ঠান, নীতি এবং বিভিন্ন পরিমাপের ওপর নির্ভর করে জাতীয় প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ‘গ্লোবাল কম্পেটিটিভনেস রিপোর্ট ২০১৮’ শীর্ষক এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বিদেশি প্রতিযোগীদের জন্য সবচেয়ে উন্মুক্ত বাংলাদেশ। প্রতিবেদনে এ বছর বাংলাদেশ বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ১০৩ নম্বরে থাকলেও গত বছর ছিল ৯৯তম অবস্থানে। এবার ১৪০টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি সিঙ্গাপুর ও জার্মানিকে পেছনে ফেলে সর্বোচ্চ আসনটি অর্জন করেছে। দেশটির উদ্যোক্তা সংস্কৃতি এবং আর্থিক ব্যবস্থার প্রশংসা করেছে ইকোনমিক ফোরাম। বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে অবস্থান করা প্রথম ১০টি দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, হংকং, ব্রিটেন, সুইডেন এবং ডেনমার্ক। একুশে সংবাদ // এস,স,প// ১৭.১০.২০১৮
Link copied!