AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফি বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানবন্ধন


Ekushey Sangbad

০৫:১২ পিএম, অক্টোবর ১৫, ২০১৮
ফি বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানবন্ধন

ইবি প্রতিনিধি : ভর্তি ফি বাড়ানো প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করে বলেন,‘দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমাদের পাশে আছি।’ তবে গত বছর বাড়ানো এ ভর্তি ফি কমানোর দাবিতে তখন বাম ছাত্র সংগঠনগুলো বেশ কয়েকদিন আন্দোলন করলেও তখন ছাত্রলীগ ছিল নিরব। ভর্তি ফি বাড়ানোর এক বছর পর ছাত্রলীগের টনক নড়ার বিষয়ে সভাপতি শাহিনুর রহমান বলেন,‘তখন বিষয়টি আমরা অবগত ছিলাম না। এখন জেনে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছি। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা এবারের ভর্তি ফরমের মূল্য তিনগুণ বৃদ্ধি, গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল বাবদ ফি বাড়ানো, সেমিস্টার পরীক্ষায় ফি বৃদ্ধি এবং পরিবহন খাত সহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে এ মানববন্ধনে করে। ‘ইবি কি পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়?’ ‘অতিরিক্ত ভর্তি ফি কমাতে হবে’, ‘অতিরিক্ত ফরমের মূল্য বৃদ্ধি চলবে না’, শিক্ষা নিয়ে বানিজ্য বন্ধ করো চলবে না’ এসব প্রতিবাদী স্লোগানের প্লাকার্ড প্রদর্শন করে তারা। আন্দোলনকারী শিক্ষার্থী মৌমিতা বলেন, অবিলম্বে ভর্তি ফি সহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধি কমাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এসময় শিক্ষার্থীরা আগামী কাল হতে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং আগামীকাল একই সময়ে আবার মানববন্ধনের ঘোষণা দেয়। একুশে সংবাদ // এস. নাঈম// ১৫.১০.২০১৮
Link copied!