AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাণিজ্যিক ভিত্তিতে সোনালি ব্যাগ উৎপাদন হবে


Ekushey Sangbad

১০:২৭ এএম, অক্টোবর ৩, ২০১৮
বাণিজ্যিক ভিত্তিতে সোনালি ব্যাগ উৎপাদন হবে

একুশে সংবাদ : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আগামি ছয় থেকে নয় মাসের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে সোনালি ব্যাগ উৎপাদন হবে। সোনালি আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত করে বিশ্বব্যাপী জনপ্রিয় করার মাধ্যমে পাটচাষিদের সোনালি স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাট থেকে সোনালি ব্যাগ বাণিজ্যিক ভাবে উৎপাদনের জন্য যুক্তরাজ্যের খ্যাতনামা কোম্পানি Futamura Chemical Ltd. এর সাথে বিজেএমসির একটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি এনডিএ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিজেএমসির পক্ষে সংস্থাটির সচিব এ কে এম তারেক (উপসচিব) এবং Futamura Chemical Ltd. এর পক্ষে কোম্পানিটির জেনারেল ম্যানেজার গ্রিমি কোউলহার্ড। সভায় জানানো হয়, বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কৃত পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা, পাতলা ও টেকসই। পাটের সূক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে এ ব্যাগ তৈরি করা হয়েছে। পাটের তৈরি সোনালি ব্যাগ মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না। এই ব্যাগ দামে সাশ্রয়ী হবে। এভাবে পাটের ব্যবহার বাড়লে ন্যায্য দাম পাবেন কৃষক। অতীতের মতোই বাংলাদেশ পাট দিয়েই বিশ্বব্যাপী সুপরিচিত হবে । এ অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, বিজেএমসি’র বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহম্মেদ খান, Futamura Chemical Ltd. এর গ্রুপ ম্যানেজার মার্টিন রির্চাড কক্ রফি, অপারেশন ম্যানেজার অ্যান্ডিউ জেমস ডাক্ উপস্থিত ছিলেন ।   একুশে সংবাদ // এস.পি.এই // ০৩.১০.২০১৮
Link copied!